এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গোছাতে তৎপর ছিল প্রতিটি দল। কলকাতা ময়দানের দুই প্রধানের পাশাপাশি খুব একটা পিছিয়ে ছিল না ওডিশা এফসি। দেশের একাধিক তরুণ প্রতিভার দিকে নজর ছিল তাঁদের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল উত্তর প্রদেশের তরুণ ডিফেন্ডার সৌরভ ভানওয়ালার (Saurabh Bhanwala) নাম। একটা সময় তাঁকে দলে টানার ক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির নাম ব্যাপকভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত বাজিমাত করে জগন্নাথের রাজ্যের ফুটবল দল।
উল্লেখ্য, গত বছর পর্যন্ত কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। লিগ কাপ জয়ের পাশাপাশি লিগ শিল্ডের ও শরিক ছিলেন বছর পঁচিশের এই তারকা। এবার প্রথম ডিভিশন লিগে এই নতুন দলের হয়েই খেলতে দেখা যেতে চলেছে তাঁকে। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। যদিও তাঁর পরিবর্তে এবার একাধিক ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট। নয়া সিজনে তাঁদের দিকে বিশেষ নজর থাকবে সকলের। তবে এসবের মাঝেই নিজের পুরনো দলকে নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ বাগানের প্রাক্তন ফুটবলার সৌরভ ভানওয়ালা।
গত বুধবার রাতে নিজের সোশ্যাল সাইটে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে তাঁর একটি ছবি আপলোড করে ক্লাব ছাড়ার কথা জানান। পাশাপাশি আরও লেখেন, ” এই অসাধারণ ফুটবল ক্লাবের অংশ হতে পেরে আমি কতটা কৃতজ্ঞ তা প্রকাশ করার জন্য আমি একটু সময় নিতে চাই। প্রথম দিন থেকেই, আমি সমর্থন, আবেগ এবং ঐক্য অনুভব করেছি যা এই ক্লাবটিকে এত বিশেষ করে তুলেছে। সমর্থকদের ধন্যবাদ, প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য। আমার সতীর্থদের কাছে কেবল সহকর্মীর চেয়েও বেশি কিছু। একেবারে পরিবারের মতো।”
আরও লেখেন, ” দলের কর্তৃপক্ষকে আমার মধ্যে বেড়ে ওঠার সুযোগ বিশ্বাস করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এখন, সময় এসেছে একটি নতুন চ্যালেঞ্জের জন্য যার জন্য আমি পূর্ণ দৃঢ় সংকল্প এবং শ্রদ্ধার সাথে প্রস্তুত। সামনে যা আছে তার জন্য আমি উত্তেজিত, এবং আমি প্রতিটি পদক্ষেপে এই ক্লাবের মূল্যবোধ আমার সাথে বহন করব।” তাঁর এমন মন্তব্য সহজেই মন জয় করেছে সকল সমর্থকদের।