Emiliano Martinez: ভারত-বংলাদেশ নিয়ে এমির ভাবনা, খেতে চাইলেন এই বিশেষ পদ

গতকাল বিকেলেই শহরেই এসে উপস্থিত হয়েছেন এবারের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। পূর্বে ভারতের প্রতিবেশী বাংলাদেশে পা রেখেছিলেন এমি

emiliano martinez

গতকাল বিকেলেই শহরেই এসে উপস্থিত হয়েছেন এবারের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। পূর্বে ভারতের প্রতিবেশী বাংলাদেশে পা রেখেছিলেন এমি। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর চলে এসেছেন ভারতে। তবে দীর্ঘ বিমান যাত্রা করে আসার ফলে গতকাল বিকেলটা বিশ্রাম নিয়েই কাটিয়েছেন এই তারকা গোলরক্ষক।

তবে আজ পূর্ব পরিকল্পিত ঠাসা প্রোগ্রাম। প্রথমে মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে থাকার পর তিনি চলে আসবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখান থেকে লেক টাউনে এসে মাল্যদান করার পাশাপাশি শ্রীভূমির সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে ও থাকবেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তারপর বিকেলের দিকে চলে আসবেন ময়দানের অন্যতম এক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ক্লাবে। সেখানে একটি প্রীতি ম্যাচ দেখার পাশাপাশি উদ্বোধন করবেন ক্লাবের নবনির্মিত পেলে-মারাদোনা-সোবার্স গেট। বলতে গেলে এখন তাকে নিয়েই পারদ চড়ছে শহরের।

   

কিন্তু এত ব্যস্ততার মধ্যেও কলকাতা নিয়ে নিজের ভাবনা চিন্তা জানাতে ভোলেননি মেসির এই সতীর্থ। তিনি জানান, একেবারেই অসাধারণ লাগছে। এখানে আসতে পেরে যথেষ্ট উত্তেজিত। সত্যি কথা বলতে গেলে এই দেশে আশাটা একেবারে স্বপ্নের মতো বিষয়। এখানে আসতে পেরে আমি যথেষ্ট খুশি। তবে সেখানেই শেষ নয়। এই তারকা ফুটবলার কে আনার অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, এমি ভালো মতোই জানে এই মহাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনা কে নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। তবে ও আগে মনে করতো যে কলকাতা ই হয়ত বাংলাদেশ। তবে এই তারকা গোলরক্ষক এক বোঝানো হয়েছে যে দুটি একেবারেই আলাদা। একটি হল দেশ। আর অপরটি হল একটি প্রদেশের রাজধানী।

কিন্তু দুই অংশের মানুষেরই মুখের ভাষা সমান। তাছাড়া দুই অঞ্চলের মানুষের মধ্যেই ফুটবল নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার ব্যাপক সমর্থক রয়েছে এই অংশে। অর্থাৎ ভারত নিয়ে শুরু থেকেই এমি যে ভাবনা ছিল তা যেন এক নিমেষে অনেকটাই বদলে গিয়েছে কলকাতা বিমানবন্দরে পা রাখার পর থেকে। বারংবার তিনি বিস্মিত হচ্ছেন এখানকার ফুটবল প্রেমী মানুষদের দেখে। এসবের মাঝেই গতকাল রিষড়ায় সমর্থকদের থেকে ফেলু মোদকের তৈরি একটি মিষ্টির গ্লাভস তুলে দেওয়া হয় এমির হাতে। যতদূর জানা গিয়েছে আজ নাকি আমের রাবড়ি খেতে ও ইচ্ছে প্রকাশ করেছেন এই তারকা।