কলকাতায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আর্জেন্টাইন তারকাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উৎসাহ পৌঁছেছিল চরম। বাঁধ ভাঙছিল আবেগ। এরই মধ্যে ঘটল অপ্রীতিকর ঘটনা।
প্রাপ্ত খবর অনুযায়ী, এমিলিয়ানো মার্টিনেজকে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আর সেখান থেকে শুরু হয় ধাক্কাধাক্কি এবং ক্রমে বিশৃংখলা। ভিড়ের মধ্যে আটকে পরে এমিলয়ানোর গাড়ি। শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নামতে হয় পুলিশকে। পুলিশের গাড়িতে করে এমিলিয়ানোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বলে খবর। বিশৃংখলার মধ্যে তিনি যে গাড়িটিতে ছিলেন, সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের তৎপরতায় বড় কোনো অঘটন ঘটেনি। অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া এমিলিয়ানো মার্টিনেজকে।
এমিলিয়ানোকে এক ঝলক দেখার জন্য মানুষের ভিড় যে উপচে পড়বে সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। কারণ কলকাতা ফুটবল পাগল শহর। ব্রাজিল এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করে আবেগ বহু পুরনো । আর সেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এসেছেন বলে কথা, সাধারণ মানুষের উৎসাহ চরমে থাকা স্বাভাবিক। এমিকে উদ্ধার করা হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। ওনার মতো হাইপ্রোফাইল একজন অতিথির সামনে এরকম পরিস্থিতি তৈরি হওয়া কি আশানুরূপ ছিল? হয়তো না। নিরাপত্তা আঁটুনি হয়তো আরও একটু শক্ত হলে পারতো।
লোগো বিভ্রাটের পর চরম বিশৃঙ্খলা! ভাঙল মার্টিনেজের গাড়ি! ফিরলেন পুলিসের ভ্যানে। #EmilianoMartinez #MohunBagan #EastBengal #Football #Controversy pic.twitter.com/n9sB8ZpDm8
— Sabyasachi Bagchi 🇮🇳 (@CamBabon) July 4, 2023
<
p style=”text-align: justify;”>এই ঘটনা অবশ্য মঙ্গলবার বিকেল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোড়ন ফেলতে পারেনি। বরং এমিকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ভিডিও সহ বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত ফুটবল প্রেমীদের চর্চার বিষয় হয়ে উঠেছে।