‘থাপ্পড়’ মেরে বিতর্কের কেন্দ্রবিন্দু এখন মার্টিনেজ

২০২২ সালের বিশ্বকাপ জেতার পর বিজয়মিছিলে ফরাসি তারকা এমবাপের ‘কুশপুতুল’ তৈরী করে বিতর্কে জড়িয়েছিলেনা আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে…

Emi Martinez Hits Camera and Cameraman After Argentina's Defeat in Colombia vs. Argentina Match

২০২২ সালের বিশ্বকাপ জেতার পর বিজয়মিছিলে ফরাসি তারকা এমবাপের ‘কুশপুতুল’ তৈরী করে বিতর্কে জড়িয়েছিলেনা আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জিজি বুফোঁ সহ নানা তারকাদের ‘ছোটো’ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মার্টিনেজের। আজ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে (Argentina vs Colombia) কলম্বিয়ার কাছে হেরে লাইভে থাকা ক্যামেরাপার্সন কে থাপ্পড় মেরে বসলেন অ্যাস্টন ভিলার তারকা।

কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে বেশ ভালো ফর্মে আছে আর্জেন্টিনা। বেশ কিছু মাস আগে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা। এছাড়াও গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হার বাদ দিলে এখনো পর্যন্ত টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ছিল তাঁদের দখলে। তবে আজ কলম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে তাদের সেই অপরাজিত থাকার রেকর্ডও খোয়ালো লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। আর সে কারণেই বোধ হয় নিজের রাগ সামলাতে পারলেন না এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez)। এদিন হারের পর মনমরা হয়ে ম্যাচ শেষে কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন মার্টিনেজ। ঠিক সেই সময় তাঁর সামনে চলে আসেন লাইভ করতে থাকা ক্যামেরাম্যান। আর সেই সময় তাঁকে অতর্কিতে থাপ্পড় মেরে বসেন আর্জেন্টাইন গোলকিপার। তাঁর হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে।

   

এই বিতর্কের মাঝেই আর্জেন্টাইন এক সংবাদপত্র দাবি করেছে, বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের কারণেই ক্ষুব্ধ ছিলেন মার্তিনেজ। সেই কারণেই রাগে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে এদিন ম্যাচের পর প্রেস কনফারেন্সে এই বিষয়ে কোনো কথা বলেননি গোল্ডেন গ্লাভস জয়ী এই তারকা ফুটবলার। তবে এদিন নিজের পারফরম্যান্সেও অসন্তুষ্ট থাকতে দেখা যায় মার্তিনেজকে। ফুটবল বিশ্বকাপের পর পেনাল্টি ঠেকানোয় বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্তিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেননি। তাঁকে বিপরীত পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। রদ্রিগেজের এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। যদিও পেনাল্টি পাওয়া নিয়ে এদিন রেফারির সাথেও বচসা করতে দেখা যায় আর্জেন্টিনার এই গোলরক্ষককে।

প্রসঙ্গত মার্টিনেজের বিতর্কের তালিকা এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্কে পড়েছেন তিনি। কাতার বিশ্বকাপে দেশকে বিশ্বজয়ী করে গোল্ডেন গ্লাভস জেতার পর ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। এছাড়াও এই ম্যাচের (Argentina vs Colombia) আগে গতবছরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর ব্রাজিলের কয়েকজন নিরাপত্তাকর্মীকে থাপ্পড় মেরেছিলেন তিনি। এসব ছাড়াও মাঠের বাইরে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড তো আছেই। এখন আবার ক্যামেরাপার্সনকে ‘থাপ্পড়’ মেরে নতুন বিতর্কের সূত্রপাত ঘটালেন তিনি।