শুক্রবার রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ইমামি ইস্টবেঙ্গল এফসি (Emami East Bengal)। খেলার দ্বিতীয়ার্ধে তিন গোল হয়েছে।৬১ মিনিটে ক্লেইটন সিলভা,৭৬ মিনিটে সুমিত পাসি,৭৮ সৌভিক রিয়েল কাশ্মীর এফসির জালে বল জড়ায়।
এদিনের প্রস্তুতি ম্যাচ নিয়ে ইমামি ইস্টবেঙ্গল এফসি টুইট পোস্টের ক্যাপসনে লিখেছে, ” আজকে এআইএফএফ সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধে আমাদের প্রাক-মরসুম প্রীতি থেকে। ছেলেরা তাদের ভালো ফর্ম অব্যাহত রেখেছে এবং এখন আগামী সপ্তাহের মরসুমের ওপেনারে গতি বজায় রাখার জন্য তাকাবে!
#JoyEastBengal #EmamiEastBengal “
প্রসঙ্গত,গত ISL মরসুমে দুই ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে হার (মোট টানা ৫ ডার্বি ম্যাচে পরাজয় লাল হলুদ শিবিরের) সব মিলিয়ে ২০২১-২২ ISL সেশনে লাল হলুদ জার্সিতে লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে,যা এখনও মুছে যায় নি। আর এই তকমা মুছে ফেলতে প্র্যাকট্রিস সেশন আর প্রস্তুতি ম্যাচে ঘাম ঝড়িয়ে চলেছে লাল হলুদ ব্রিগেড।