নতুন মরসুমে নতুন জার্সি (Emami East Bengal)। কিন্তু জার্সির রঙ দেখে খুশি নন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা। সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জার্সি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন সমর্থকরা। বিতর্কের মাঝে জবাব দিয়েছে সংস্থা।
ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। নতুন টুর্নামেন্টে দল নামানোর দিন কয়েক আগেই নতুন জার্সি উন্মোচিত হয়েছিল। জার্সির ছবি দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরা বেশ খুশিই হয়েছিলেন। দল মাঠে নামার পর ছবিটা অন্যরকম। জার্সির রঙ নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
We prepared the jerseys in the last two days before the opening game. So, due to unforeseen circumstances, we had to change the design a bit.
The two jerseys that we released recently are only for the Durand Cup 2022.
We will release new Hero ISL kits for Emami East Bengal.
— Trakonly (@trakonly) August 24, 2022
জার্সির ডিজাইন নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দেখা যায়নি। অভিযোগ রয়েছে লাল-হলুদের ‘লাল’ রঙ নিয়ে। জার্সিতে যে লাল রঙের শেড ব্যবহার করা হয়েছে সেটা সমর্থকদের অনেকের পছন্দ হচ্ছে। মাঠে বসে যারা খেলা দেখেছেন, যার স্ক্রিনে দেখেছেন তাঁদের একাংশের দাবি, ইস্টবেঙ্গলের জার্সির সঙ্গে এই লাল রঙের শেড বেমানান।
সোশ্যাল মিডিয়ায় ক্রমে চাপ বেড়েছিলে জার্সি প্রস্তুতকারক সংস্থার ওপর। বুধবার দুপুরে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা উদ্বোধনী ম্যাচের দুই দিনে আগে এই জার্সি প্রস্তুত করেছিলাম। সুতরাং, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আমাদের নকশাটি কিছুটা পরিবর্তন করতে হয়েছিল। সম্প্রতি যে দু’টি জার্সি প্রকাশ করেছি তা কেবল ডুরান্ড কাপ ২০২২-এর জন্য। আমরা ইমামি ইস্ট বেঙ্গলের জন্য নতুন হিরো আইএসএল কিট প্রকাশ করবো।”