ভবানীপুরকে হারিয়ে গ্ৰুপ শীর্ষেই ইমামি ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) জয় ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ফুটবল দলের। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী…

Emami East Bengal Tops Group in Calcutta Football League

short-samachar

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) জয় ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ফুটবল দলের। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ভবানীপুরের (Bhawanipore FC) বিপক্ষে খেলতে নেমেছিল বিনো জর্জের ছেলেরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

   

পেনাল্টি থেকে গোল করে যান জেসিন টিকে। তাঁর গোলেই এবার তিন পয়েন্ট ঘরে তুললো সায়ন ব্যানার্জি’রা। যারফলে প্রিমিয়ার ডিভিশন লিগের গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে থাকল মশাল ব্রিগেড। বর্তমানে ৮ ম্যাচে খেলে তাঁদের সংগ্রহে ২২ পয়েন্ট। যেখানে রয়েছে ৭টি জয় এবং ১টি ড্র। এই জয়ের ফলে গ্ৰুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ অনেকটাই প্রশস্ত হয়ে গেল ময়দানের এই প্রধানের।

অপরদিকে সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৃঞ্জয় বসুর ভবানীপুর ফুটবল ক্লাব। ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট দেখাতে শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেড। যা অনেকটাই চাপে ফেলে দিয়েছিল জিতেন মুর্মুর দলকে‌। সেই চাপ সামাল দিতে না পারায় ম্যাচের ৭ মিনিটের মাথায় নিজেদের গোল বক্সে ফাউল করে বসেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার।‌

সেই সুযোগ কাজে লাগিয়েই গোল তুলে নেন জেসিন। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করে ভবানীপুর দল। ম্যাচের শেষ লগ্নে সমতায় ফেরার সুযোগ এলে ও তা কাজে লাগানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন লাল-হলুদ ফুটবলাররা।