ইউনাইটেড স্পোর্টসে প্রতিভার ছড়াছড়ি। কলকাতা ফুটবল লিগে পরপর জয়। তিন ম্যাচ শেষে তাদের প্রাপ্ত পয়েন্ট ৯। ইউনাইটেড স্পোর্টসের খেলা ইতিমধ্যে ক্রীড়া প্রেমীদের নজর কেড়েছে। Emami East Bengal সমর্থকরাও নজরে রেখেছেন।
প্রতিভা কখনও আটকে থাকে না। ইউনাইটেড স্পোর্টসের ক্ষেত্রে কথাটা বলা চলে। গ্রাম বাংলা থেকে প্রতিভা তুলে এনেছে ক্লাব। কম বয়স থেকে তাঁদের প্রতিভায় শান দিয়ে আরও দক্ষ করা হচ্ছে তরুণ খেলোয়াড়দের।
ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে আজ তারক হেমব্রম, সঞ্জীব মন্ডল, সুব্রত মুর্মুদের ফুটবল প্রেমীরা চেনেন। এবারের দল গঠনের ইস্টবেঙ্গল কর্তারা তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে জোর দিয়েছিলেন। উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে দলে নেওয়া হয়েছে একাধিক ফুটবলারকে। তাহলে ইউনাইটেড স্পোর্টস থেকে নয় কেন?
সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ কর্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ইস্টবেঙ্গল জনতার একাংশ। ইউনাইটেড স্পোর্টসের খেলার কিছু ফুটেজ, বাছাই করা ফুটবলারদের নাম উল্লেখ করে পোস্ট করছেন ক্লাব সমর্থকরা। ইস্টবেঙ্গল অনুগামীদের বিশ্বাস, ইউনাইটেডের এই ছেলেদের দলে নিলে লাভবান হবে তাদের প্রিয় ক্লাব। তারকদের মতো প্রতিভাদের তুলে নিয়ে আসার জন্য অবশ্য কৃতিত্ব দিতে হয় ইউনাইটেড স্পোর্টস ম্যানেজমেন্টকে।