Emami East Bengal : কর্তাদের পছন্দের বিদেশিকে চাইছেন না কোচ স্টিফেন!

ivan gonzalez

কোচ নিশ্চিত হওয়ার আগে ফুটবলার চূড়ান্ত। আধুনিক ফুটবলে এমনটা খুব একটা দেখা যায় না। ইস্টবেঙ্গল (Emami East Bengal ) কর্তাদের এই কাজের ফলে কি বিপাকে পড়তে চলেছে লাল হলুদ?

কোচ নিশ্চিত হওয়ার আগে ফুটবলার নিশ্চিত করার ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে কিছু দিন আগে নিশ্চিত করা হয়েছিল স্টিফেন কনস্টানটাইনকে। তিনি ইভান গঞ্জলেজকে খুব একটা পছন্দ করেছেন না বলে সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ।

   

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি ফুটবলার ইভান। স্প্যানিশ এই ডিফেন্ডার ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যে পরীক্ষিত। ফুটবল ক্লাব গোয়ার জার্সিতে খেলেছেন সুনামের সঙ্গে। তিনি নিজেও লাল হলুদ জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন।

জানা যাচ্ছে, কোচ স্টিফেন নিজের পছন্দ অনুযায়ী বিদেশি ফুটবলারদের একটি তালিকা ক্লাব ম্যানেজমেন্টকে দিয়েছেন। সেখানে নাকি ইভানের নাম নেই। এই খবর প্রকাশের পর থেকে প্রশ্ন উঠছে, কোচের পছন্দ না হলে ক্লাবের ইভানের ভবিষ্যত কী। তিনি ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছিল। সব ঠিক থাকলে হয়তো তাড়াতাড়ি চলে আসবেন কলকাতায়। তার আগে পাওয়া যাচ্ছে এ ধরণের খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন