গত মাসেই শেষ হয়েছে এবারের ফুটবল মরসুম। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের দাপট থেকেছে ব্যাপকভাবে। তবে খুব একটা পিছিয়ে থাকেনি অন্যান্য ক্লাব গুলি। সিজনের শুরুতেই শক্তিশালী এই দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগে সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বজায় থাকে নিয়ে বেশিদিন। প্রতিপক্ষ দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।
Also Read | চেন্নাইয়িনের একাধিক ফুটবলারদের দিকে নজর প্রতিপক্ষ ক্লাবগুলির
দেশের প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয় করে মেরিনার্সরা। যা নিঃসন্দেহে বিরাট চমক ছিল সকলের কাছে। তার ঠিক কিছু সপ্তাহ পরেই শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। যারফলে নয়া মরসুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে এই ফুটবল ক্লাব। যেদিকে নজর থাকবে সকলের। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের সবকটি ফুটবল ক্লাব। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আরও সক্রিয় হয়ে উঠেছে আইএসএলের পাশাপাশি আইলিগের সকল ফুটবল দল। সময় যত এগিয়েছে ততই সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)।

এক্ষেত্রে অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বিশেষ করে শেষ কয়েক সপ্তাহ ধরেই খেলোয়াড় সই করানোর ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এই দল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা রেখেছে লাল-হলুদ শিবির। এবার দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল প্যালেস্টাইনের এক তারকা মিডফিল্ডার মহম্মদ রশিদের নাম। বর্তমানে লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত রয়েছেন বছর ঊনত্রিশের এই হাইপ্রোফাইল। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় ৩১ টি ম্যাচ। তারমধ্যে ছয়টি গোল রয়েছে রশিদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক।
Also Read | দীপ সরকারের দুর্দান্ত সেভে চ্যাম্পিয়ন মতুয়া ফুটবল দল
তাঁর রেকর্ড নজরে রেখেই দলে টানতে মরিয়া হয়ে ওঠে কলকাতা ময়দানের এই প্রধান। নয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই ফুটবলারকে প্রায় নিশ্চিত করে ফেলেছে মশাল ব্রিগেড। সেইমতো চুক্তিপত্র ও নাকি পাঠানো হয়েছে তাঁর কাছে। সব ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই ইমামুল ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্যালেস্টাইনের এই ফুটবলার। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে।