ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) গোলকিপার কোচ নিশ্চিত হয়েছে বলে জানা গিয়েছে। স্টিফেন কনস্টানটাইন, বিনো জর্জদের সঙ্গে যুক্ত হতে চলেছেন অ্যান্ড্রু কিথ প্যাটারসন।
স্টিফেন শহরের আসা মাত্রই শুরু হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন। দুই কোচ ছাড়া ছিলেন না কোনো সাপোর্ট স্টাফ। সেই অভাবও এবার পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু কিথ প্যাটারসনকে গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করেছে ইমামি ইস্টবেঙ্গল। খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন বলে আশা করা হচ্ছে।
অ্যান্ড্রু কিথ বর্তমানে কোচের ভূমিকা পালন করেন। একাধিক ক্লাবের দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে। ২০০৫ সাল থেকে বিভিন্ন ক্লাবের দায়িত্ব পেয়েছেন তিনি। ৬ টি ক্লাব তাঁকে নিয়োগ করেছে এর আগে।
কোচ হওয়ার আগে অ্যান্ড্রু নিজে একজন ফুটবলার ছিলেন। গোলরক্ষক ছিলেন তিনি। প্রচুর ক্লাবে খেলেছিলেন পেশাদার ফুটবলার হিসেবে। অস্ট্রেলিয়ান ফুটবল ছাড়াও অন্যান্য জায়গার ফুটবল সম্পর্কেও রয়েছে জ্ঞান।