East Bengal : ২৪ বছর বয়সী গোয়ান ফরোয়ার্ডকে নিতে পারে ইস্টবেঙ্গল

Emami East Bengal may have interest in omkar

দক্ষিণ ভারতের এক তরুণ ফুটবলারকে দলে নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সম্প্রতি দল বদলের বাজারে এমনটাই গুঞ্জন। ইতিমধ্যে ২৪ বছর বয়সী সেই ফুটবলারকে বিস্ময় প্রতিভা বলে মনে করা হচ্ছে।

Advertisements

সম্প্রতি শোনা যাচ্ছে ওঙ্কার নামের এক ফুটবলারের নাম। কেরালা ব্লাস্টার্সের যুব দলে খেলে পরিচিতি হয়েছে ইতিমধ্যে। খেলেন মূলত আক্রমণভাগে। দুই পায়ে রয়েছে নিয়ন্ত্রণ।

   

যতটা জানা যায়, ওঙ্কারের ডান পা, বাম পা দুটোই সমান সচল। বল পায়ে স্কিল রয়েছে। ফরোয়ার্ড পজিশনে খেলতে পারেন। দুই উইং বরাবর ভালো দৌড় রয়েছে। তবে লেফট উইং বরাবর খেলতে বেশি পছন্দ করেন। কেরালা ও গোয়ার যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

Advertisements

মিলিটারি স্কুল থেকে উঠে এসেছেন এই তরুণ খেলোয়াড়। ছাত্রবস্থা থেকেই খেলাধুলার প্রতি ভালোবাসা। পরে ফুটবলকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তাকে দলে নিতে আগ্রহী। যদিও বিষয়টা এখনও জল্পনার পর্যায়ে রয়েছে। যদি সত্যিই এই ফুটবলারকে ক্লাব নিশ্চিত করে, তাহলে সেটা চমক হবে।