Emami East Bengal : ষষ্ঠ বিদেশিও সম্ভবত চূড়ান্ত হয়ে গিয়েছে

East Bengal Club may appoint coaching staffs soon

সাড়া ফেলে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। দল বদলের বাজারে ঝড় তুলেছে তারা। এক দিনে, এক সঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। বাকি আরও একজন। 

Advertisements

ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামির সই হতে অনেকটা সময় লেগেছিল। মনে হয়েছিল অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভালো দল গঠন হয়তো আর সম্ভব না। আশঙ্কা উড়িয়ে দিয়েছে, ইমামি ইস্টবেঙ্গল দেখিয়ে দিচ্ছে, সবই সম্ভব। ভারতীয় ফুটবলাররা এসে গিয়েছেন। পাঁচজন বিদেশি খেলোয়াড় নিশ্চিত। বাকি আর একজন বিদেশি। 

শনিবার রাতের দিকে কানাঘুষো, ষষ্ঠ বিদেশি সম্ভবত চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্লাবের তরফে ঘোষণা করা বাকি শুধু। সেটাও হয়তো খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এমন সম্ভাবনার কথা প্রকাশ্যে আসার পর স্বভাবতই প্রশ্ন উঠছে, কে হতে পারেন এই ছয় নম্বর বিদেশি।

Advertisements

নিয়ম অনুযায়ী এশিয়ান কোটার একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। ইস্টবেঙ্গলের বাকি পাঁচজন এশিয়ার নন। অবশিষ্ট বিদেশিকে তাই এশিয়ান কোটার হতে হবে। অনেকের ধারণা অস্ট্রেলিয়ান কোনো ফুটবলারকে দল সই করাতে পারে। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু না বলাই ভালো। কারণ, ইমামি ইস্টবেঙ্গল ইতিমধ্যে সবাইকে ঘোল খাইয়ে ছেড়েছেন।