হাতেগোনা কিছুদিন মাত্র। তারপরেই স্টিফেন জামানার অবসান ইস্টবেঙ্গলে (Emami East Bengal)। আজ এমনটাই জানা গেল দলের বৈঠকের শেষে। এবারের আইএসএল মরশুমের শুরুর দিকে দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) ঘিরে লাল-হলুদ সমর্থকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও বর্তমানে ভারতীয় দলের এই প্রাক্তন কোচকে নিয়ে রীতিমতো রাগে ফুঁসছে সমর্থকদের একটা বিরাট অংশ। জানা গিয়েছিল আসন্ন সুপার কাপ পর্যন্ত দলের দায়িত্ব পাবেন কনস্ট্যানটাইন। সেখানে ও দলের পুরোনো পারফরম্যান্স জারি থাকলে অবিলম্বে চাকরি যাবে ভারতীয় দলের এই প্রাক্তন কোচের। এবার তাতেই শীলমোহর দিল ইমামি ইস্টবেঙ্গল।
সেই অনুযায়ী সুপার কাপের পর আর কোনো ভাবেই দলের দায়িত্বে থাকবেন না স্টিফেন কনস্ট্যানটাইন। আজ ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা নিজেই জানিয়ে দিলেন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল। আগামী মরশুমে শক্তিশালী দল গঠনের পাশাপাশি ভালো কোচ নিয়োগের কথা ও উঠে আসে তার থেকে। যা থেকে পরিষ্কার, যে আগামী মরশুমে নতুন কোচের দেখা মিলবে লাল-হলুদ শিবিরে।
কে হবেন ইস্টবেঙ্গলের নতুন কোচ? এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। শোনা যাচ্ছে ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউ কে চূড়ান্ত করতে পারে ইস্টবেঙ্গল। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটাই এগিয়ে নিয়েছে লগ্নিকারী সংস্থা। কিন্তু তাকে একেবারেই পছন্দ নয় ক্লাব কর্তাদের। যারফলে, কোচ নিয়োগ ঘিরে ও অশান্তি দেখা দেখা দিয়েছিল ক্লাবের অন্দরে। শেষ পর্যন্ত কার হাতে আসে লাল-হলুদের দায়িত্ব, এখন সেটাই দেখার।