আপাতত সাইড লাইনেই হেক্টর, খেলবেন ওডিশা ম্যাচ?

বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের দশম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। লড়াইটা যে…

Mark Zothanpuia returned Squad of East Bengal FC

বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের দশম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবে এবার ও সল্টলেকের বুকে জয় ছিনিয়ে নিতে চাইবেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন‌‌‌। বলাবাহুল্য, গত দুইটি ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল নাওরেম মহেশরা। সেই ধারাই বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। তবে এক্ষেত্রে চিন্তায় রাখছে ফুটবলারদের চোট সমস্যা।

বলাবাহুল্য, গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই চোট পেয়েছিলেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। যারফলে প্রথমার্ধের শেষের দিকে তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। পরিবর্তে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। দলের আক্রমণভাগ সামাল দেওয়ার পাশাপাশি মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই দাপুটে ফুটবলার। গোলের ও সুযোগ পেয়েছিলেন বেশ কয়েকবার। এছাড়াও দ্বিতীয়ার্ধে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন দলের আরেক বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো‌।

   

যারফলে তাঁকে ও মাঠে থেকে তুলে নিতে বাধ্য হন অস্কার। পরিবর্তে মাঠে আসেন ভারতীয় মিডফিল্ডার জিকসন সিং। তাঁর শট থেকেই ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিতে নেয় ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু চোটের সমস্যা যথেষ্ট চিন্তায় রেখেছিল সকলকে‌। সেই মর্মে গত সোমবার “এমআরআই” করানো হয়েছিল এই দুই ফুটবলারের। সেই অনুযায়ী দিমির চোট খুব একটা গুরুতর না থাকলেও ওডিশা ম্যাচে তাঁকে বিশ্রাম দিতে চান অস্কার ব্রুজন। অন্যদিকে, চোটের দরুন আপাতত বাইরে থাকতে হবে সাউল ক্রেসপো।

সেই অনুযায়ী গোটা দলকে অনুশীলন করাচ্ছেন লাল-হলুদের হেডস্যার। চোট সমস্যা থাকায় মঙ্গলবার অনুশীলনে আসেননি সাউল ক্রেসপো। গ্রীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এদিন অনুশীলনে আসলেও মাঝখানেই মাঠ ছেড়ে চলে যান তিনি। এছাড়াও অন্যান্য দিনের মতো আজও সাইড লাইনেই অনুশীলন করলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। ধীরে ধীরে নিজেকে ফিট করে তুলছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। যারফলে আসন্ন ম্যাচে হুগো বুমোসদের বিপক্ষে আদৌও তিনি খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

Emami East Bengal faces a challenging clash against Odisha FC in their upcoming ISL match. With key players like Dimitrios Diamantakos and Saul Crespo nursing injuries, and Hector Yuste still recovering, the team’s lineup remains uncertain ahead of the game.