ইস্টবেঙ্গলে (East Bengal) গোলকিপার সমস্যা নতুন নয়। একাধিক মরসুমে দূর্গ প্রহরীর সমস্যায় ভুগেছে ক্লাব। এবারেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা।
এবারে নতুন করে দল সাজিয়েছে লাল হলুদ ব্রিগেড। প্রতি বিভাগেই নতুন নতুন খেলোয়াড়। গোলকিপাররাও নতুন। গতবারের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যকে দলে রাখা হয়নি। তাঁর বদলি হিসেবে প্রথম একাদশে কে থাকবেন, সে ব্যাপারে আলোচনা চলেছে।
শুভাশীষ রায় চৌধুরী ক্লাবে রয়েছে। তবে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া অভিজ্ঞ এই গোলরক্ষক নিজের সেরাটা দিতে পারবেন কি না, সে ব্যাপারে রয়েছে সন্দেহ। দল বদলের বাজারের শেষ বেলায় ফুটবল ক্লাব গোয়া থেকে শেষ বেলায় লোনে সই করানো হয়েছে নবীন কুমারকে।
শুভাশীষ ছাড়া স্কোয়াডে অভিজ্ঞ গোলরক্ষক বলতে রয়েছেন পবন কুমার। তাঁকে নিয়ে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আলাদা পোস্ট করা হয়েছে। অনুশীলনের কিছু ঝলক দেখানো হয়েছে। আগামী দিনে পবনের ওপর লাল হলুদ ম্যানেজমেন্ট আস্থা রাখলে অনেকেই হয়তো অবাক হবেন না।