এফসি গোয়ার মুখোমুখি লাল-হলুদ ব্রিগেড

Pre-season Setback: East Bengal Falls to Neroca in Warm-up Clash

আজ মহা সপ্তমী। মূল উৎসবের প্রথম দিন। যা নিয়ে মাতোয়া গোটা বঙ্গবাসী। এসবের মাঝেই আজ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। এটি মূলত হোম ম্যাচ হিসেবে গন্য হলেও বঙ্গ জুড়ে উৎসবের আবহ থাকায় সেখানে তা আয়োজন করা সম্ভব হয়নি। বদলে খেলতে হচ্ছে ওডিশার বুকে। তাই বাড়তি অ্যাডভান্টেজ যে এখানে পাওয়া যাবে না তা ভালো মতোই জানেন কুয়াদ্রাত। তবু মানালো মার্কেজের শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নিতে চান স্প্যানিশ কোচ। সেইমতো গত কয়েকদিন ধরে ব্যাপক অনুশীলন চালিয়েছে গোটা দল।

কিন্তু গোয়া বধ করতে কি আদৌ কি ভাবছেন লাল-হলুদ কোচ? সেই প্রশ্নই উঠে এসেছিল একাধিকবার। অনেকেই মনে করেছিলেন গত বেঙ্গালুরু ম্যাচে বড়সড় ধাক্কা খাওয়ার পর এবার হয়ত নিজের পরিকল্পনা বদলাবেন কুয়াদ্রাত। তবে বর্তমান সময়ের নিরিখে সেই সম্ভাবনা অনেকটাই কম। যতদূর খবর, নিজেদের পুরোনো একাদশের উপরেই হয়ত ভরসা রাখতে চলেছেন তিনি।

   

যারফলে, আজকেও দলের গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে প্রভসুখন সিং গিলকে। এছাড়াও রক্ষনভাগের ফুটবলারদের মধ্যে থাকতে পারেন ভারতীয় তরুণ তারকা লালচুংনুঙ্গা। বিদেশিদের মধ্যে থাকতে পারেন পার্দো লুকাস। সাইড ব্যাকের দায়িত্বে থাকতে পারেন মন্দার রাও দেশাই ও নিশু কুমার।

এছাড়াও মাঝমাঠের দায়িত্বে দেখা যেতে পারে হরমনজোত সিং খাবরার সাথে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোকে। এবং অ্যাটাকিং মিডের দায়িত্ব সামাল দিতে পারেন বোরহা হেরেরা। সেইসাথে দুই উইংয়ের দায়িত্বে থাকতে পারেন নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখর। এবং উপর থেকে আক্রমণভাগে ঝড় তুলতে পারেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তবে পরিস্থিতি বুঝে প্রথম একাদশে স্থান করে নিতে পারেন নয়া বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের। সেক্ষেত্রে বসতে হতে পারে লুকাসকে। এছাড়াও দলের খেলায় গতি আনতে আনা হতে পারে বাঙালি তারকা সৌভিক চক্রবর্তীকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন