এটিকে মোহন বাগান হেরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ইস্টবেঙ্গল (Emami East Bengal) সমর্থকরা। এই একই দিনে আরও একটা ভালো খবর রয়েছে সমর্থকদের জন্য।
বুধবার ছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রথম বোর্ড মিটিং। বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলেই জানা যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রথম বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ইমামি গ্ৰুপের ৭ জন ডাইরেক্টর (আদিত্য ভি আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, গৌতম জাটিয়া, এস.এন.পাল, সৌরভ দাশগুপ্ত এবং মনোজ আগরওয়াল) এবং ইস্টবেঙ্গল ক্লাবের ৩ জন ডাইরেক্টর (দেবব্রত সরকার, রূপক সাহা এবং সদানন্দ মুখার্জি)। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ড: প্রণব দাশগুপ্ত ও মিটিংয়ে উপস্থিত ছিলেন স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে।”
এটিকে মোহন বাগান ম্যাচের আলোকে কিঞ্চিৎ চাপা পড়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল সংক্রান্ত আলোচনা। তাই হয়তো প্রথম বোর্ড মিটিং হওয়াকে কেন্দ্র করে লাল হলুদ সমর্থকদের মধ্যে অনুরূপ উৎসাহ চোখে পড়েনি সামাজিক মাধ্যমে। তবে ক্রমে এই বিষয়ে আলোচনা বাড়বে বলে মনে করা করছেন ময়দানের একাংশ।
চির প্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন ব্রিগেড পরাজিত হওয়ায় লাল হলুদ সমর্থকদের মধ্যে খুশির আমেজ। তার ওপর ইতিবাচক বোর্ড মিটিং। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ” মিটিংয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়, একসাথে কাজ করে টিমের উন্নতি সাধন করা এবং ভালো রেজাল্ট করা। সুন্দর ভাবে যুব ফুটবল উন্নয়নের কাজ এবং একটি ভালো মহিলা ফুটবল টিম কি করে করা যায় সেই ব্যাপারেও একটি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে আজকের মিটিংয়ে। এছাড়াও আই.এস.এল. এ খেলার জন্য টিম যখন বাইরে যাবে, তখন ক্লাব এবং কোম্পানির তরফ থেকে প্রতিনিধিরা উপস্থিত থেকে টিমকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কোচকে কিভাবে সাপোর্ট করা যায়, সে ব্যাপারেও আলোচনা হয়েছে।”