Hector Yuste: খারাপ আবহাওয়ার জের, সড়ক পথে শিলংয়ের উদ্দেশ্যে হেক্টর

নয়া ফুটবল মরসুমের জন্য ষষ্ঠ বিদেশি হিসেবে হেক্টর ইউস্তেকে (Hector Yuste) সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal FC)। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেন তিনি। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ তারকার। সব দিক মাথায় রেখেই তাঁকে দলে টেনেছে লাল-হলুদ ব্রিগেড। যারফলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে দলের রক্ষণভাগ।

Advertisements

সপ্তাহ কয়েক আগেই তাঁর শহরে চলে আসার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। এক্ষেত্রে বারংবার বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ভিসা জনিত সমস্যা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে শহরে পা রাখেন হেক্টর ইউস্তে। সেখান থেকেই বিমানে করে শিলং উড়ে আসার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আসলে খারাপ আবহাওয়ার ফলে কোনও ভাবেই বিমান অবতরণ করতে পারেনি শিলং বিমান বন্দরে। শেষ পর্যন্ত গুয়াহাটি চলে যায় তাঁর বিমান।

   

সেখান থেকেই সড়ক পথে করে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। সব ঠিকঠাক থাকলেও কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবেন তিনি। যারফলে মঙ্গলবার আর অনুশীলনে যোগ দিতে পারলেন না এই তারকা। যতদূর জানা গিয়েছে, আগামীকাল শিলং লাজং এফসির ম্যাচে‌ দলের স্ট্যান্ডেই হয়তো দেখা যাবে এই ডিফেন্ডারকে।

Advertisements

বুধবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিততে পারলে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে হেক্টরের কাছে‌। যদিও সেটি নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর।