ইস্টবেঙ্গলে জাপানি ঝলক, দিমির জায়গায় এলেন হিরোশি ইবুসুকি

Emami East Bengal FC has signed Japanese forward Hiroshi Ibusuki until the end of the 2025-26 season

নতুন মরসুমে ঘুঁটি সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। আর সেই পরিকল্পনার অন্যতম বড় চমক হয়ে এলেন জাপানি স্ট্রাইকার (Japanese Forward) হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। অস্ট্রেলিয়ার এ-লিগ ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি থেকে সরাসরি ইস্টবেঙ্গলে যোগ দিলেন এই সেন্টার ফরোয়ার্ড। চলতি মরসুমে থেকে শুরু করে ২০২৫-২৬ সিজনের শেষ পর্যন্ত লাল-হলুদ জার্সিতে খেলবেন ইবুসুকি।

দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের প্রস্থানের পরে ইস্টবেঙ্গল নতুন বিদেশি স্ট্রাইকার খুঁজছিল। গ্রীক তারকা যোগ দিয়েছেন সাইপ্রাসের ক্লাবে। সেই শূন্যস্থান পূরণ করতেই ক্লাবের নজর পড়ে অভিজ্ঞ ও শক্তিশালী ইবুসুকির দিকে। তার বায়োডেটা, ইউরোপ-জাপান-অস্ট্রেলিয়া মিলিয়ে গোল করার ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা মনে ধরেছে ক্লাব ম্যানেজমেন্টের।

   

ইস্টবেঙ্গলে সই করার পর হিরোশি ইবুসুকি জানান, “এই ক্লাবের এক অবিশ্বাস্য ইতিহাস রয়েছে। দারুণ এক সমর্থকগোষ্ঠী রয়েছে, যারা গোটা বিশ্বে ছড়িয়ে। এশিয়ার ফুটবলে এই ক্লাব অত্যন্ত জনপ্রিয়। এমন একটি ঐতিহ্যশালী দলের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি চাই আসন্ন টুর্নামেন্টে দলকে ট্রফি জিততে সাহায্য করতে। আমার দেশের কিছু খেলোয়াড় এই ক্লাবের হয়ে দারুণ সফল হয়েছে। আমি তাদের পথেই হাঁটতে চাই। জয় ইস্টবেঙ্গল!”

ইবুসুকির আগমন নিয়ে খুশি ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজোনও। তিনি বলেন, “হিরোশি একজন ক্লাসিক সেন্টার ফরোয়ার্ড। ওর খেলার স্টাইলের মূল ভিত্তি ওর শারীরিক শক্তি, হেডে বল দখলের ক্ষমতা, এবং ভয়ঙ্কর ফিনিশিং। ও একাধিক দেশের ক্লাবে খেলে এসেছে এবং নিজেকে একজন ধারালো গোলস্কোরার হিসেবে প্রমাণ করেছে।”

ইবুসুকির পেশাদার ফুটবল কেরিয়ার শুরু জাপানের কাশিওয়া রেইসল ক্লাবে। এরপর ২০০৯ সালে পাড়ি দেন স্পেনে। খেলে ফেলেন জিরোনা এফসি, রিয়াল জারাগোজা ‘বি’, সেভিয়া, এবং সেভিয়া সিনিয়র দলের হয়েও মাঠে নামেন রিয়াল বেতিসের বিরুদ্ধে এক হাইভোল্টেজ ডার্বিতে। এরপর বেলজিয়ামের কেএএস ইউপেন এবং ভ্যালেন্সিয়ার রিজার্ভ দলের হয়ে খেলেন।

২০১৪ সালে জাপানে ফিরে এসে খেলেন আলবিরেক্স নিইগাতা, জেফ ইউনাইটেড, শোনান বেলমারে ও শিমিজু এস-পালসের মতো ক্লাবে। পরে অস্ট্রেলিয়ার অ্যাডেলেড ইউনাইটেড এবং ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে অসাধারণ ফর্মে থাকেন। শুধু গোল নয়, বল পজিশন, অফ দ্য বল মুভমেন্ট, এবং টিম গেমেও দক্ষতা দেখিয়েছেন বারবার।

এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলের আক্রমণভাগে নতুন দম দিতে প্রস্তুত হিরোশি ইবুসুকি। ক্লাব সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে সুপার কাপের আগেই শহরে আনা হবে তাঁকে, যাতে টুর্নামেন্টে মাঠে নামতে পারেন নতুন এই জাপানি তারকা।

Emami East Bengal FC has signed Japanese forward Hiroshi Ibusuki until the end of the 2025-26 season

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবিশ্বকাপের আগে স্মৃতি ঝড়ে কুপোকাত অজিরা, ইতিহাস গড়ল ভারত
Next article৫ বছরের শিশুমৃত্যুতে আটক ১৩ বছরের কিশোর
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।