বৃ্হস্পতিবার ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal) টুইট পোস্টে জানিয়েছে তাদের নতুন প্রিন্সিপাল স্পনসর 1XBAT sporting lines। এই টুইট ভাইরাল হতেই বিতর্ক দানা পাকিয়েছে। কারণ এটি একটি অনলাইন জুয়া(বেটিং এবং গ্যামলিং ওয়েবসাইট) পরিচালন প্রতিষ্ঠান।
মালয়েশিয়ার এই কোম্পানির এডমিন বাংলাদেশি মালয়েশিয়ান। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন থেকে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশ পুলিস সূত্রে খবর,এই অনলাইন জুয়ার মালিক সুপার এডমিন একজন বাংলাদেশি মালেশিয়ান, ওই ব্যক্তিই অনলাইন জুয়ার ওয়েবসাইটের ডোমিন এবং ওই এডমিন মালয়েশিয়া থেকে এই অনলাইন জুয়া পরিচালিত করে থাকে।
তদন্ত করে একজন সুপার এজেন্টকে হেফাজতে নেওয়া হয়েছে স্বীকার করেছে বাংলাদেশ পুলিস।এরকম আরও সুপার এজেন্ট রয়েছে এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি পুলিস। বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের। এই চুক্তির জোরে ঢাকা এই অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড বাংলাদেশি মালয়েশিয়ান সুপার এডমিনকে বাংলাদেশে নিয়ে আসার তোরজোড় শুরু করেছে।
বৃ্হস্পতিবার, ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্টে জানায়,”লাল এবং সোনার পরিবারে @1xBatSporting কে স্বাগত জানাই! আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে নিউজ পোর্টাল 1xBat স্পোর্টিং লাইনস আসন্ন সিজনের জন্য আমাদের প্রধান স্পনসর হবে। #JoyEastBengal #EmamiEastBengal ” এই পোস্ট সোশাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।
Welcoming @1xBatSporting to the Red and Gold Family! 🤝
We are proud to announce that news portal 1xBat Sporting Lines will be our principal sponsors for the upcoming season. 🔴🟡#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/YtTlhbFAK6
— East Bengal FC (@eastbengal_fc) September 29, 2022