East Bengal: ওয়াড়ি ক্লাবকে গোলের মালা পরিয়ে ঘরের মাঠে দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের

Emami East Bengal beat Wadi Club

আবারও জয়। কলকাতা ফুটবল লিগের গত ম্যাচে ইস্টার্ন রেলওয়ে দলকে ৫ গোল দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। সেই ধারা বজায় থাকল আজ। নির্ধারিত সূচি অনুযায়ী আজ ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ। প্রতিপক্ষ ওয়াড়ি ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল জুনিয়র দল। ম্যাচে যথাক্রমে গোল করেন দ্বীপ সাহা, তন্ময়, অভিষেক কুঞ্জম ও আমন সিকে। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের আগেরদিন ঘরের মাঠে দলের এমন জয় দেখে খুশি সকলেই।

উল্লেখ্য, গত ম্যাচের পারফরম্যান্সের কথা মাথায় রেখে আজ শুরু থেকেই মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। মূলত দলের জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য ছিল দলের ফুটবলারদের। তাই খেলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চাপ বাড়াতে শুরু করেছিল অতুলরা। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় প্রথমার্ধের শেষে গোলশূন্য ফলাফল রেখেই মাঠ ছাড়তে হয় দলের ফুটবলারদের। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্রমশ আক্রমণের তেজ বাড়াতে থাকেন দলের ফুটবলাররা। ম্যাচের ঠিক ৫৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে বল নিয়ে ঢুকে পড়েন গুরনাজ সিং। তার পাস থেকেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ভরসাযোগ্য ফুটবলার দ্বীপ সাহা।

   

তারপর ওয়াড়ি ফুটবল দলের তরফ থেকে একাধিকবার আক্রমণে উঠে আসলেও লাল-হলুদ দলের অভেদ্য ডিফেন্সের সামনে বারংবার পরাজিত হতে হয় তাদের। তবে ম্যাচের ঠিক ৭০ মিনিটের মাথায় সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দেন তন্ময়। তারপর অতিরিক্ত সময়ে যেন লাল-হলুদ ঝড় দেখা দেয় মাঠের মধ্যে। ঠিক ৯১ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করে যান অভিষেক কুঞ্জম। তারপর আবার ৯৪ মিনিটের মাথায় দলের ভরসাযোগ্য ফুটবলার আমন সিকের করা গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তবে সেখানেও শেষ নয়। একে ৯৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন অভিষেক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন