খেলোয়াড়দের নিয়ে আশাবাদী বিনো জর্জ, কী বললেন চাকু মান্ডি

পুরনো ছন্দ বজায় রেখেই ফের জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সেই সুবাদে প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta Football League) গ্ৰুপে সকলের উপরে থাকল ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছে দলের সমর্থকদের। বলতে গেলে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে যাওয়ার হাতছানি তাঁদের লাল-হলুদের কাছে। কিন্তু ম্যাচ বাই ম্যাচ এগোতে চান বিনো জর্জ (Bino George)।

   

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তিন পয়েন্ট পাওয়া গেছে। সেটাই প্রধান বিষয়। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু আমার প্রশ্ন প্রতিপক্ষ দল কতবার গোলের সুযোগ তৈরি করেছে? আদিত্য দুটো ভালো সেভ দিয়েছে। কিন্তু আমরা একাধিকবার গোলের সহজ সুযোগ নষ্ট করেছি। আমি আমার দলের ফুটবলারদের বিশ্বাস করি। সকলেই যথেষ্ট প্রতিভাবান। তাঁরা সকলেই জানে কীভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। সেজন্য তাঁরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে কেউ আটকাতে‌ পারবে না।’

তিনি আরো বলেন, ‘সুপার সিক্সের ক্ষেত্রে আমরা ম্যাচ প্রতি পদক্ষেপ নিতে চাই। প্রতিটি ম্যাচের জন্য আলাদা স্ট্র্যাটেজি থাকে। আমি খেলোয়াড়দের ও বলেছি। তাঁরা ও জানে সিএফএল কতটা গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে আমরা এগোতে চাই।’

এছাড়াও দলের ফুটবলার চাকু মান্ডি বলেন, ‘গত বছর ভবানীপুর দলের হয়েই আমি ফুটবল খেলেছি। ওরা ভালো দল। তবে আমরা যথেষ্ট লড়াই করেছি ম্যাচ জিতেছি। এটাই আমাদের বড় পাওনা। এখানে এসে কোচের থেকে অনেক কিছু শিখেছি। পাসিং সহ নতুন নতুন কৌশল তিনি শিখিয়েছেন। যেভাবে অনুশীলন করিয়েছেন সেভাবেই খেলার চেষ্টা করেছি।’

আগামী ১৭ আগস্ট কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিপক্ষে খেলতে হবে লাল-হলুদের ছোটদের। সেই ম্যাচের দিকেই এখন নজর সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন