East Bengal : গার্সিয়াকে সত্যি প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল? জানুন সত্যিটা

Brazilian fitness coach Garcia

ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) এখনও পর্যন্ত নেই কোনো সাপোর্ট স্টাফ। ফুটবলারদের নিয়ে অনুশীলন চালাচ্ছেন দুই কোচ। এমন পরিস্থিতিতে ভেসে উঠল গার্সিয়ার (Garcia) নাম।

Advertisements

কলকাতা ময়দানে মিরান্ডা গার্সিয়া নামকরা ফিজিক্যাল ট্রেনার। মোহনবাগানের হয়ে সুনামের সঙ্গে কাজ করেছিলেন। কলকাতার বাইরেও তিনি সফল। সেই তিনি কি এবার লাল হলুদ শিবিরে ? গত দু’দিনে উঠছে এই প্রশ্ন।

   

ফুটবল মহলের একাংশ জোর গলায় দাবি করেছে, ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গার্সিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আসবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। এ-ও প্রশ্ন ইস্টবেঙ্গলের তরফে সত্যি তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না। এই প্রশ্ন উঠছে কারণ দল বদলের বাজারে অনেক জল্পনা জনপ্রিয়তা লাভ করে রাতারাতি।

Advertisements

একাংশ যেমন লাল হলুদ ও গার্সিয়ার যোগ নিয়ে ইতিবাচক কথা বলছেন, একই সঙ্গে অন্য মতামত পাশাপাশি রয়েছে। কারও মতে, ক্লাবের পক্ষ থেকে এই যোগাযোগের খবর আদৌ সত্যি নয়। স্রেফ জল্পনা। ফলত এই মুহূর্তে একেবারেই স্পষ্ট নয় গার্সিয়া সম্পর্কিত এই আলোচনা। জল্পনার ভিত পোক্ত নয়।