ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের দল গঠন নিয়ে জল্পনার অন্ত নেই। কেউ কেউ ধরেই নিচ্ছেন পাপুইয়া লাল হলুদ জার্সিতে নিশ্চিত। সত্যি কি তাই?
আগে জেনে নেওয়া যাক কে এই পাপুইয়া। ইনি একজন তরুণ উঠতি ভারতীয় ফুটবলার। খেলেন ডিফেন্সে। প্রোফাইল বা পেশাদার কেরিয়ার বায়োডাটা একেবারেই চমকপ্রদ নয়। তবে আগামী দিনের তারকা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা তাঁর মধ্যে রয়েছে।
আইজলের যুব দল থেকে উঠে এসেছিলেন তিনি। পরে যোগ দিয়েছিলেন ফুটবল ক্লাব গোয়ায়। তবে শুরুতেই সিনিয়র দলে সুযোগ পাননি। গৌরের রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন ২০২০-২১ আই লিগ। ২০২১-২২ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক। মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন।
ইস্টবেঙ্গলের সঙ্গে পাপুইয়ার দারুণ যোগাযোগ হয়েছে এমনটা ফুটবল মহলের অনেকেই মানতে রাজি নন। বরং কারও মতে, লাল হলুদের সঙ্গে এখনও পর্যন্ত তাঁর কোনো যোগ নেই। আগামী দিনে যোগ হবে কি না সেটা বলা মুশকিল। তবে বর্তমানে দুই তরফে যোগাযোগ নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।