East Bengal: দল গঠনে বাজেটের কোনও সমস্যা হবে না বলে প্রতিশ্রুতি ইমামির

Emami East Bengal logo on a red and yellow background.

শ্রী সিমেন্টের সাথে সম্পর্ক ছিন্ন করে গতবছর ইমামির (Emami, the sponsor of East Bengal football club) হাত ধরে ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো নির্দিষ্ট অর্থের পরিপ্রেক্ষিতে সাজানো হয় দল। কিন্তু ইনভেস্টরের পাশাপাশি খেলোয়াড় বদল হলেও আগের মতোই থেকে যায় দলের পারফরম্যান্স। গতবারের মতো এবার ও হতশ্রী পারফরম্যান্স থাকে লাল-হলুদের। শুরুতে বেশ কিছু ম্যাচ জিততে থাকলেও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়তে হয় তাদের। যারফলে, লিগ টেবিলের একেবারে তলানিতে থেকেই এবারের মতো নিজেদের অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের সমর্থকরা। ক্রমশ ধৈর্য হারাচ্ছে তারা। সেই আগের মতোই ইনভেস্টরের সাথে সংঘাত তৈরি হওয়ার মতো অবস্থা দেখা দিয়েছিল ক্লাবের অন্দরে। এই পরিস্থিতিতে দলের আগামী রোডম্যাপ তৈরি করার উদ্দেশ্যে, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ লগ্নিকারী সংস্থাদের সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা। আগামী মরশুমে দলের খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি বাজেট বাড়ানোর মতো বিষয় গুলিও আলোচনা করা হয় এই বৈঠকে।

   

সেখান থেকেই লগ্নিকারী সংস্থার তরফে জানানো হয় আগামী বছর দল গঠনের ক্ষেত্রে বাজেটের কোনও সমস্যা থাকবে না। এই নিয়ে আদিত্য আগরওয়াল আরো বলেন, শুধুমাত্র টাকা দিয়ে ভালো দল বানালেই যে সাফল্য আসবে এমনটা নয়। তিনি আরও বলেন, রোম একদিনে তৈরি হয়নি। যথেষ্ট সময়ের প্রয়োজন হয়েছে। যদি ভাবেন একবছরের মধ্যে সমস্ত কিছু জিতে যাব, তা কখনও সম্ভব নয়। তিনি আরও বলেন, টাকা দিয়েই যদি সব কিছু হয়ে যেত তাহলে প্রত্যেক বছর এটিকে মোহনবাগান জিতত। তবে সেটা কিন্তু হয়নি। যথেষ্ট সময়ের প্রয়োজন আছে।

জানা গিয়েছে, আগামী মরশুমের দল গঠন ঘিরে আগামী শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন