Bengaluru FC: রথে করে মাঠে এল বিদেশি ফুটবলার! দল বদলের বাজারে চমক

দল বদলের বাজারে চমক দিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সোশ্যাল মিডিয়া পোস্টের দাবি অনুযায়ী, হাইপ্রোফাইল ফুটবলারদের নিশ্চিত করেছে ক্লাব। এ ব্যাপারে প্রকাশিত হয়েছে একটি ভিডিও।…

Edgar Antonio Mendez enters bengaluru fc ground on a chariot

দল বদলের বাজারে চমক দিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সোশ্যাল মিডিয়া পোস্টের দাবি অনুযায়ী, হাইপ্রোফাইল ফুটবলারদের নিশ্চিত করেছে ক্লাব। এ ব্যাপারে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রথে করে একজন ঢুকছেন মাঠে। উত্তেজনায় ফুটছেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা।

   

Transfer News: ‘আননোন’ নম্বর থেকে ফোন! দল বদলের বাজারে ধামাকা

২০২৩-২৪ মরসুমে বেঙ্গালুরু এফসি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আসন্ন মরসুমের আগে তাই ঢেলে দল সাজাচ্ছেন পার্থ জিন্দালরা। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে ভাল মানের বিদেশি ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় চলা জল্পনা অনুযায়ী, বেঙ্গালুরু এফসি এডগার মেন্ডেজ নামের এক স্প্যানিশ ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে।

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, রথে করে মাঠে নিয়ে আসা হয়েছে এডগার মেন্ডেজকে। যাকে বলে একেবারে রাজকীয় এন্ট্রি। কিন্তু কে এই এডগার মেন্ডেজ যাকে নিয়ে এতো আলোচনা?

পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে ৮ দলের পর Mohun Bagan

সিডি টেনেরিফ এবং রিয়াল মাদ্রিদের যুব সেটআপ থেকে ফুটবল যাত্রা শুরু করেছিলেন। উইংয়ে গতি এবং দক্ষতা দিয়ে সহজেই নজর কেড়েছিলেন। খেলেছেন রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের হয়ে। মেন্ডেজ আলমেরিয়ার হয়ে খেলেছেন নিয়মিত। লা লিগা এবং সেগুন্দা খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। গ্রানাডায় ছিলেন এক মরসুম। দেপোর্তিভো আলাভেসে থাকাকালীন ২০১৬-১৭ মরসুমে কোপা দেল রে-র ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেল্টা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের একমাত্র গোলটি করেছিলেন মেন্ডেজ।