ED Summons : কোটির টাকার তছরুপ! দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে তলব ইডির

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় এবার ইডির (ED) জালে আরও দুই প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer), যুবরাজ সিং (Yuvraj Singh) এবং রবিন…

ED summons to Former Indian Cricketer Robin Uthappa & Yuvraj Singh in online betting App money laundering case

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় এবার ইডির (ED) জালে আরও দুই প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer), যুবরাজ সিং (Yuvraj Singh) এবং রবিন উথাপ্পা (Robin Uthappa)। সূত্রের খবর, ১xBet নামের একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের (Online Betting App) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ (ED Summons) দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Mohun Bagan SG : এশিয়ার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান, কি বার্তা ভাইচুংয়ের?

   

ইতিমধ্যেই এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও। জানা গিয়েছে, ধাওয়ান এই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপন প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত সংশোধিত আইনে ভারতে ১xBet সহ একাধিক বেটিং অ্যাপ নিষিদ্ধ হয়েছে।

ইডির দাবি, এই সমস্ত প্ল্যাটফর্ম সাধারণ মানুষকে প্রতারিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আর্থিক লেনদেনের জাল জড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। তদন্তে উঠে এসেছে কর ফাঁকি ও অর্থপাচারের একাধিক চক্র।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, যুবরাজ সিংকে ২৩ সেপ্টেম্বর এবং উথাপ্পাকে ২২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এই বেআইনি অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন, যার মাধ্যমে বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Asia Cup 2025 : পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার, শাস্তির মুখে কি পড়বে ভারত?

Advertisements

এছাড়াও এই মামলায় ডেকে পাঠানো হয়েছে অভিনেতা সোনু সুদ, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং উর্বশী রাউতেলাকেও। সূত্রের খবর, উর্বশী ১xBet-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। যদিও নির্ধারিত তারিখে তিনি এখনো ইডির দফতরে হাজির হননি।

১xBet দাবি করেছে, তারা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একটি বেটিং সংস্থা, যারা ৭০টি ভাষায় তাদের অ্যাপ ও ওয়েবসাইট চালায়। কিন্তু ভারতে এর কার্যকলাপ বেআইনি বলেই দাবি ইডির। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানাচ্ছেন আধিকারিকেরা। তবে এই মামলায় একের পর এক সেলিব্রিটি ও প্রাক্তন ক্রীড়াবিদদের জিজ্ঞাসাবাদে ডাকা, ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে আরও বড় পরিসরে তদন্ত ছড়াতে পারে।

Asia Cup 2025 : হ্যান্ডশেক বিতর্কে বিসিসিআইয়ের কড়া জবাব, ICC মানল না পিসিবির অভিযোগ

ED summons to Former Indian Cricketer Robin Uthappa & Yuvraj Singh in online betting App money laundering case