HomeSports Newsক্রিকেট সংস্থায় দুর্নীতির অভিযোগ, ইডির তলব প্রাক্তন ভারত অধিনায়ককে

ক্রিকেট সংস্থায় দুর্নীতির অভিযোগ, ইডির তলব প্রাক্তন ভারত অধিনায়ককে

- Advertisement -

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে (Mohammed Azharuddin) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে রয়েছে ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ।সেই মামলায় প্রথম বার তাঁকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবারই তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক।

২০১৯ সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন ভারতীয় ক্রিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এই মামলাতেই আগামীকাল হায়দরাবাদের ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

   

ভারতীয় ক্রিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা আজহারউদ্দিনের বিরুদ্ধে রয়েছে প্রায় ২০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন জিনিস কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়। যদিও পরে সেই টাকার কোন খতিয়ান পাওয়া যায় নি। এবার এই আর্থিক তচ্ছরূপের মামলাতেই ইডির সমন বলে খবর। গত বছরের ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে আজহারউদ্দিনকে সরিয়ে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। যদিও এটাই প্রথমবার নয় ভারতীয় দলের এই প্ৰাক্তন অধিনায়ক অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছিলেন খেলা সংক্রান্ত বিষয়ে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular