ভারতের প্রাক্তন ওপেনার ও জনপ্রিয় ক্রিকেটার (Former Indian Cricketer) শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নাম জড়াল এক বিতর্কিত অনলাইন বেটিং অ্যাপের (Illegal Betting App) মামলায়। বেআইনি অনলাইন জুয়া এবং আর্থিক প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED summons) ধাওয়ানকে তলব করেছে। বৃহস্পতিবার তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এই তদন্ত মূলত 1xBet নামক এক অনলাইন বেটিং অ্যাপকে ভারতে বেআইনি বলে বিবেচিত হয়েছে। অভিযোগ, এই অ্যাপের প্রচারে জড়িত ছিলেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাপের পক্ষে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে।
এশিয়ান কাপের বাছাইপর্বে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু ‘ব্লু কোল্টস’দের
গত বছর থেকেই বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে জোর দিয়েছে ইডি। এর আগেও একাধিক তারকাকে জেরা করা হয়েছে এই একই মামলায়। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, রানা ডাগ্গুবাতি এবং বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের নাম ইতিমধ্যেই উঠে এসেছে এই কেলেঙ্কারিতে।
তদন্তে উঠে এসেছে, কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র এবং তাঁর দুবাই-ভিত্তিক সহযোগীরা এই বেআইনি বেটিং চক্র পরিচালনা করতেন। মাত্র কয়েক মাসের মধ্যেই এই প্ল্যাটফর্মগুলি প্রায় ২,০০০ কোটিরও বেশি টাকা উপার্জন করেছে বলে ইডির দাবি।
বীরেন্দ্র এবং তাঁর দল বিভিন্ন গেটওয়ে এবং ফিনটেক পরিষেবা ব্যবহার করে তহবিল সংগ্রহ করতেন। এগুলিকে বৈধ ই-কমার্স বা গেমিং ব্যবসার রূপে দেখাতেন। ইডি অগস্ট মাসে তাঁকে গ্রেফতার করে এবং বর্তমানে তিনি ইডির হেফাজতে রয়েছেন।
শিখর ধাওয়ান ঠিক কীভাবে 1xBet-এর সঙ্গে যুক্ত ছিলেন, তা জানতেই তাঁকে তলব করেছে ইডি। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ধাওয়ান এই অ্যাপটির একাধিক বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন। ভারতীয় এই ওপেনার ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, ভারতের হয়ে ১৬৭টি ওডিআই, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ওডিআই-তে তাঁর রান ৬৭৯৩, টেস্টে ২৩১৫ এবং টি-২০-তে ১৭৫৯ রান। তাঁর ঝুলিতে রয়েছে একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশতরান।
VIDEO | Delhi: Former cricketer Shikhar Dhawan arrives at Enforcement Directorate (ED) office.
The ED had summoned Dhawan for questioning in an alleged illegal betting app-linked money laundering case, official sources said. The federal probe agency will record his statement… pic.twitter.com/Oemq6zh4CN
— Press Trust of India (@PTI_News) September 4, 2025
ED summons Former Indian cricketer Shikhar Dhawan in illegal betting app case