EBFC vs MCFC: দুই দল নিজেদের পুরনো ফর্ম ফিরে পেতে মরীয়া। ইন্ডিয়ান সুপার লীগের প্রথম পর্বে ধারাবাহিকভাবে ভালো খেলেছিল মুম্বই সিটি এফসি। ইস্টবেঙ্গল জিতেছে সুপার কাপ। তবে দুই দলই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। আজকের ম্যাচে জয় পাওয়ার জন্য চেষ্টা চালাবে দুই পক্ষ। ম্যাচে নজর কাড়তে পারেন দুই ফুটবলার।
রাহুল ভেকে (মুম্বই সিটি এফসি)
মুম্বই সিটি এফসি অধিনায়কের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। রাহুল ভেকে ১১ টি ম্যাচে চারটি ক্লিন শিট রাখতে সহায়তা করেছেন। ১৬ টি ট্যাকল করেছেন এবং ২৮ টি ক্লিয়ারেন্স রেকর্ড করেছেন। সেই সঙ্গে পাঁচটি গোল-স্কোরিং সুযোগ তৈরি করেছিলেন এবং প্রতি খেলায় ৮২% নির্ভুলতায় গড়ে ৪৭ টি পাস সম্পন্ন করেছিলেন। ইস্টবেঙ্গল এফসি এবং তাদের ফ্রন্টলাইন আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে লড়াই দেওয়ার চেষ্টা করেছিল। মুম্বই সিটি এফসি ম্যাচেও কড়া টক্কর দিতে পারে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ।
নন্দকুমার শেখর (ইস্টবেঙ্গল এফসি)
নন্দকুমার শেখর এখনও পর্যন্ত তার ১২ টি লীগ ম্যাচে তিনবার গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। রক্ষণভাগে সাহায্য করার পাশাপাশি বিল্ড-আপে ভূমিকা পালন করেছেন। এখনও পর্যন্ত ১২টি গোলের সুযোগ তৈরি করেছে নন্দ। ১১টি শটের মধ্যে সাতটি রেখেছেন টার্গেটে। প্রতি খেলায় গড়ে প্রায় ২০টি পাস দিয়েছেন। আক্রমণভাগের খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলেছেন তিনি। হাইল্যান্ডার্সের বিপক্ষে তার গোল আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।