বাংলা ফুটবল কি পেল নতুন তরুণ তুর্কিকে ?

আজ এ.আই.এফ.এফ. (AIFF) অনুস্থিত অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগে ইস্টবেঙ্গল (East Bengal) ঘরের মাঠে মুখোমুখি হয় বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে। এই খেলায় ইস্টবেঙ্গল ৫-১ গোলে…

East Bengal FC Footballer Mohammad Rakip

আজ এ.আই.এফ.এফ. (AIFF) অনুস্থিত অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগে ইস্টবেঙ্গল (East Bengal) ঘরের মাঠে মুখোমুখি হয় বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে। এই খেলায় ইস্টবেঙ্গল ৫-১ গোলে পরাজিত হয়। বেঙ্গল ফুটবল একাডেমির একমাত্র ফুটবলার তানবির দে (Tanbir Dey), যিনি ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন।

শুরুতেই সামঞ্জস্যতার ভুলে নিজের বক্সেই গোল করে দেন প্রদীপ মিশরা। যার ফলে বেঙ্গল ফুটবল একাডেমি প্রথম থেকেই ইস্টবেঙ্গলকে চাপে ফেলে। ১২ মিনিটের মাথায় মিশরাই ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখে। বেঙ্গল ফুটবলের তানবির দে ১৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে বেঙ্গল ফুটবল দলকে আরও এগিয়ে নিয়ে যায়। এরপর ইস্টবেঙ্গলের শেখর সরদার ৩৯ মিনিটের মাথায় গোল করে দলকে সমতা ফেরানোর লক্ষ্যে এগিয়ে দিলেও সেই কাজ সম্পন্য হয় নি। হাফটাইমে খেলার ফলাফল ১-৫।

   

হাফটাইমে বেঙ্গল ফুটবলের মেঘনাথ হাসদার পরিবর্তে শুভদীপ সরদার মাঠে নামে। এরপর তানবির তার দ্বিতীয় গোলটি করেন। ৬৪ মিনিটের মাথায় তার গোল বেঙ্গল ফুটবল একাদেমিকে আরও এক গোলে এগিয়ে দেয়।
ইস্টবেঙ্গলের এরপর সুযোগ থাকলেও ফুটবলাররা তা পূরণ করতে অক্ষম হয়। ডিফেন্সের ভুলে তানবির তার তৃতীয় অর্থাৎ সর্বশেষ গোলটি করে ফেলেন। এরপর ৮৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল তার কফিনের সর্বশেষ পেরেকটি পুঁতে ফেলে। মীতাইয়ের আত্মঘাতী গোল। ম্যাচের রেজাল্ট ইস্টবেঙ্গল ১ বেঙ্গল ফুটবল একাডেমির ৫।
সব মিলিয়ে ইস্টবেঙ্গল আজ ছন্নছাড়া ফুটবল খেলেছে। নিজেদের মধ্যে সামঞ্জস্যতার অভাবে নিজেদের বক্সেই তারা দুটি গোল করে দিয়েছে। অন্যদিকে শেখর সরদার ছাড়া আর কেউ গোল দিতে পারেওনি। ডিফেন্স এবং গোলকিপারের ভুলে ইস্টবেঙ্গল আরও তিনটি গোল খেয়েছে। তবে বাংলা পেয়েছে এক নতুন তরুন তুর্কিকে।