East Bengal: চোখের সংক্রমণে জর্জরিত ইস্টবেঙ্গল, অনিশ্চিত একাধিক তারকা

গত মঙ্গলবার নিজেদের শহরে শেষ অনুশীলন সেরেছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। তারপর বিকেলের বিমানে বেঙ্গালুরু এসেছে গোটা দল। আজ রাতে কান্তিরাভায় সুশীলদের মুখোমুখি হবে কলকাতার…

East Bengal Triumphs Over Khidirpur

গত মঙ্গলবার নিজেদের শহরে শেষ অনুশীলন সেরেছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। তারপর বিকেলের বিমানে বেঙ্গালুরু এসেছে গোটা দল। আজ রাতে কান্তিরাভায় সুশীলদের মুখোমুখি হবে কলকাতার এই প্রধান। তবে তার আগে একাধিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। গত ম্যাচেই স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ক্লেটন সিলভা।

আজকের ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তার পাশাপাশি এবার চোখের সংক্রমনে জর্জরিত দলের একাধিক ফুটবলার। যার মধ্যে সবথেকে বেশি উঠে এসেছিল স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিওর নাম। গত কয়েকদিন ধরেই চোখের সংক্রমনে ভুগছিলেন এই তারকা। যারফলে, সেভাবে অনুশীলন ও করতে পারেননি তিনি। যদিও গতকাল সকালে দলের চিকিৎসক ও ট্রেনারদের সঙ্গে বিমানে করে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন তিনি।

   

কিন্তু সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না দলের। এবার চোখের সংক্রমন দেখা দিয়েছে দলের অন্যান্য ফুটবলারদের মধ্যে। যার মধ্যে রয়েছেন দলের দুই গোলরক্ষক তথা কমলজিৎ সিং ও প্রভসুখান সিং গিল। যারফলে, শেষ অনুশীলনে দেখা যায়নি দুই ফুটবলারদের। পরবর্তীতে জানা যায়, গত সোমবার থেকেই নাকি চোখের সংক্রমন শুরু হয়েছে কমলজিৎ সিংয়ের।

পাশাপাশি গতকাল থেকেই নাকি চোখ ব্যাথা শুরু হয়েছে প্রভসুখানের। যদিও চোখের সমস্যা নেই তার। তবে সতর্কতা অবলম্বন করে আগেই বেঙ্গালুরু পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। যারফলে, এখনো পর্যন্ত অনিশ্চিত তিনি। তবে মনে করা হচ্ছে আজও দলের তিন কাঠি সামাল দিতে পারেন প্রভসুখান। নাহলে সেক্ষেত্রে নামানো হতে পারে তরুণ গোলরক্ষক আদিত্য পাত্রকে।

পাশাপাশি এশিয়ান গেমস শেষ করে দলে ফিরেছেন তরুণ ডিফেন্ডার লালচুংনুঙ্গা। সব ঠিক থাকলে আজ বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে দেখা যেতে পারে এই তারকাকে। অন্যদিকে জর্ডানের নয়া বিদেশি তারকা হিজাজি মাহেরকে ও আজ বিকল্প হিসেবে মাঠে নামতে পারেন লাল-হলুদ কোচ। এখন সেদিকেই নজর সকলের।