Tuesday, October 14, 2025
HomeSports NewsEast Bengal FC: আগের থেকে অনেকটাই ফিট লাল-হলুদের এই দুই তারকা

East Bengal FC: আগের থেকে অনেকটাই ফিট লাল-হলুদের এই দুই তারকা

হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে নতুন সিজন শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। শেষ মরসুমে ডুরান্ড ফাইনালিস্ট থাকলেও এবার ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। যেখানে পরাজিত হতে হয়েছে আইলিগের ফুটবল ক্লাব শিলং লাজং এফসির কাছে। সেই হতাশাজনক পারফরম্যান্স ভুলে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের প্রিলিমিনারী রাউন্ডে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেখানেও মিলেছে কেবলই হতাশা। তারপর আইএসএল। টুর্নামেন্টের বদল হলেও বদলায়নি দলের পরিস্থিতি।

- Advertisement -

একের পর এক ম্যাচে কেবল পরাজয়। যা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন লাল-হলুদ সমর্থকরা। এই পরিস্থিতিতে দলকে আরও সমস্যায় ফেলছে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা। গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় জেরবার থেকেছেন দলের একাধিক ফুটবলার। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের এই চোটের সমস্যা কার্যত দিশেহারা করেছে ম্যানেজমেন্টকে। যারফলে গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো সম্ভব হয়নি একাধিক তারকা ফুটবলারদের। যার প্রভাব এসেছে পারফরম্যান্সে। টানা চারটি ম্যাচ দল পরাজিত হলেও খুব একটা খারাপ পারফরম্যান্স থাকেনি ফুটবলারদের।

- Advertisement -

কিন্তু জয়ের সরণিতে এখনও ফিরতে পারেনি কলকাতা ময়দানের এই প্রধান। এই পরিস্থিতিতে বদল হয়েছে দলের কোচ। কার্লেস কুয়াদ্রাতের বদলে আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের হাতে দেওয়া হয়েছে দলের দায়িত্ব।আগামী ১৯শে অক্টোবর ডার্বি ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে। নয়া কোচ আসায় দল আদৌও জয়ে ফিরতে পারে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের। পাশাপাশি গত কয়েক ম্যাচ ধরে চোটের সমস্যা থাকলেও বর্তমানে অনেকটাই সুস্থ দলের দুই ফুটবলার।

গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এবং ভারতীয় তারকা মহম্মদ রাওকিপ। কুয়াদ্রাতের অবর্তমানে অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছিলেন দুইজন। বর্তমানে যথেষ্ট ফিট তাঁরা। পুজোর পর দলের অনুশীলন শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট চনমনে দুজন। এখনও পর্যন্ত মূলত রিহ্যাব করার ক্ষেত্রে বাড়তি নজর দিলেও মনে করা হচ্ছে আসন্ন ডার্বি ম্যাচে এই দুই তারকাকে মাঠে পাবে ইস্টবেঙ্গল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ