জোটা থেকে যাবেন সকলের হৃদয়ে, বুঝিয়ে দিলেন লাল-হলুদের সায়ন

গত ৩রা জুলাই দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের তারকা ফুটবলার দিয়াগো জোটা। লিভারপুলের এই ফুটবলারের আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছিল বিশ্ব ফুটবলে। শোক প্রকাশ করেছিল…

Sayan Banerjee East Bengal fc

গত ৩রা জুলাই দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের তারকা ফুটবলার দিয়াগো জোটা। লিভারপুলের এই ফুটবলারের আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছিল বিশ্ব ফুটবলে। শোক প্রকাশ করেছিল ভারত সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল তারকা থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা। দেখতে দেখতে কেঁটে গিয়েছে প্রায় একটা মাস। তবে সকলের মনে এখনও রয়ে গিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার। এবার তাঁকেই গোল উৎসর্গ করলেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার সায়ন বন্দোপাধ্যায় (Sayan Banerjee)। যা নিঃসন্দেহে মন জয় করেছে বাংলার সকল ফুটবল অনুরাগীদের।

নির্ধারিত সূচি অনুযায়ী গত মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে রেলওয়ে এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বিনো জর্জের ছেলেরা। এদিন জোড়া গোল করেন তরুণ ফুটবলার সায়ন বন্দোপাধ্যায়। এবং আরেকটি গোল করেন নসীব রহমান। উল্লেখ্য, গত ম্যাচে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স থাকলেও সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেইমতো গোটা দলকে প্রস্তুত করেছিলেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ।

   

যারফলে সহজেই এল জয়। ম্যাচের ২৫ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল তুলে নিয়েছিলেন এই বাঙালি উইঙ্গার। যারফলে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছিল দলের সকল ফুটবলারদের। মিনিট তিনেকের মাথায় ফের আসে গোল। এবার নিজের দ্বিতীয় গোল তুলে নেন সায়ন। তারপরেই লিভারপুলের সেই প্রাক্তন তারকার স্টাইলে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। যা নজর কাড়ে সকলের। দাপুটে ফুটবল খেলার দরুন প্রথমার্ধের শেষে অনায়াসেই দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থাকে লাল-হলুদ শিবির। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান আর ও বাড়াতে তৎপর ছিল ভানলালপেকা গুইতেরা।

Advertisements

তবে যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা‌ গিয়েছিল প্রতিপক্ষ দলকে। যারফলে বেশ কয়েকবার সুযোগ আসলেও পুনরায় গোলের মুখ খুলতে গিয়ে বারংবার ব্যর্থ হতে হচ্ছিল ইস্টবেঙ্গল দলকে। কিন্তু নির্ধারিত সময়ের শেষ লগ্নে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান নাসিব। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানেই তিন পয়েন্ট নিশ্চিত করে লাল-হলুদ।