বিরাট বড় ব্যবধানে জয় দিয়ে নতুন মরসুম শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গত মাসের শেষেই তাঁরা পরাজিত করেছিল মেসার্স ক্লাবকে। তবে দ্বিতীয় ম্যাচে বজায় থাকেনি সেই জয়ের ধারা। আটকে যেতে হয়েছিল নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে। সেই ম্যাচে পিছিয়ে থেকে কোনও রকমে ড্র করেছিল মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে নিজেদের ভুল ত্রুটি শুধরে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সূচি অনুযায়ী আজ বিকেলে বেহাল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে লেসলি ক্লডিয়াস সরণির এই দল।
এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম লক্ষ্য বিনো জর্জের ছেলেদের। সেইমতো প্রস্তুত করেছেন কোচ। উল্লেখ্য, গত সোমবার সকাল থেকেই রিজার্ভ দলের অনুশীলনে যোগদান করেছিলেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ডিফেন্ডার প্রভাত লাকরা (Provat Lakra)। জুনিয়র দলের সঙ্গেই নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাঁকে। গত মরসুমে লাল-হলুদ জার্সিতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি এই ফুটবলার। চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যায় মাঠের বাইরে থাকতে হয়েছিল অনেকটা সময়। যার প্রভাব পড়েছিল ম্যাচের মধ্যে।
সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেইমতো এবার বাংলার এই ডিফেন্ডারকে কলকাতা ফুটবল লিগের জন্য রেজিস্ট্রেশন করাল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত সোমবার রাতে উঠে আসে এই তথ্য। যারফলে এবার প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে দেখা যেতে চলেছে সিনিয়র দলের এই রাইট ব্যাককে। গতকাল পর্যন্ত শোনা যাচ্ছিল যে আসন্ন ডুরান্ড কাপের কথা মাথায় রেখেই হয়তো লাকরাকে প্রস্তুত করছেন কোচ। তবে এবার কলকাতা লিগে ও বেশকিছু ম্যাচ খেলতে চলেছেন এই ফুটবলার।
তবে বিসিসি ম্যাচে আদৌও তাঁকে প্রথম একাদশে রাখা হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি অনুযায়ী প্রভাত লাকরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বিনো জর্জ।