বড় ব্যবধানে জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গত মাসের শেষের দিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে পরাজিত করেছিল অস্কার ব্রুজনের (Oscar Bruzon) ছেলেরা। সেদিন দলের হয়ে গোল করেছিলেন লালচুংনুঙ্গা থেকে শুরু করে সাউল ক্রেসপো, বিপিন সিং, নাওরেম মহেশ সিং এবং দিমিত্রিওস ডায়মান্তাকসের মতো ফুটবলাররা। এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য লাল-হলুদ কোচের। আসলে প্রথম ম্যাচে বিরাট বড় ব্যবধানে জয় আসা নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে দিয়েছে ফুটবলারদের। যার প্রভাব দেখা যেতে পারে পরবর্তী ম্যাচে।
বর্তমানে আইলিগের ক্লাব নামধারী এফসিকে পরাজিত করে তিন পয়েন্ট নিশ্চিত করাই প্রধান টার্গেট অস্কার ব্রুজনের। সেইমতো গত কয়েকদিন আগেই ভবানীপুরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল ময়দানের এই প্রধানকে। সেক্ষেত্রে প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা এবং গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসের সক্রিয়তায় জয় পেয়েছিল মশাল ব্রিগেড। তবে সময় এগোনোর সাথে সাথেই গোটা দলের সকল ফুটবলারদের বিভিন্ন ভাবে ঝালিয়ে নিতে চাইছেন স্প্যানিশ কোচ। আসলে গ্রুপ পর্বের ম্যাচগুলি অপেক্ষাকৃত সহজ হলেও পরবর্তীতে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ইস্টবেঙ্গল।
বিশেষ করে নকআউট পর্বে পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্ট সহ নর্থইস্ট ইউনাইটেডের মতো দল গুলি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভালো মতোই জানেন লাল-হলুদ কোচ। তাই সবদিক মাথায় রেখে খেলোয়াড়দের সব রকম ভাবে প্রস্তুত করে রাখতে চাইছেন অস্কার ব্রুজন। এক্ষেত্রে মাঝমাঠের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর সঠিক কম্বিনেশন সৃষ্টি করাই অন্যতম লক্ষ্য এই স্প্যানিশ কোচের। এছাড়াও প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদকে ও সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে চান তিনি।
আসলে গত মরসুমে মাদিহ তালাল চোটের কারণে ছিটকে যাওয়ার পর মাঝমাঠ নিয়ে যথেষ্ট ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই সমস্যা কাটিয়ে উঠে এবার অতি দ্রুততার সাথে গোল তুলে নিতে তৎপর অস্কার। তবে ম্যাচফিট না হওয়ার দরুন আসন্ন নামধারী ম্যাচে হয়তো আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলেকে মাঠে নামাবেন না লাল-হলুদ কোচ। সেক্ষেত্রে ভারতীয় ডিফেন্ডারদের ওপরেই হয়তো ভরসা রাখতে হবে তাঁকে।