মরসুমের প্রথম ডার্বি নিয়ে কী বললেন ইস্টবেঙ্গলের নয়া কোচ?

চলতি মরসুমের শুরু থেকেই কার্যত নাজেহাল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল। একের পর এক ম্যাচে মিলেছে শুধুই হতাশা। এই পরিস্থিতিতে…

East Bengal's New Coach Oscar Bruzon

চলতি মরসুমের শুরু থেকেই কার্যত নাজেহাল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল। একের পর এক ম্যাচে মিলেছে শুধুই হতাশা। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর পরিবর্তে ডার্বি পর্যন্ত বিনো জর্জের তত্ত্বাবধানে প্রস্তুতি চালিয়েছে ইস্টবেঙ্গল। তবে সপ্তাহ কয়েক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে নতুন কোচ। সেই অনুযায়ী দলের দায়িত্ব পেয়েছেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)। পূর্বে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে সামলেছেন তিনি।

এবার সেখান থেকেই লাল-হলুদের দায়িত্ব নিয়ে শনিবার ভোরে পা রেখেছেন কলকাতায়।একটা সময় তাঁর ডাগ আউটে থাকা নিয়ে জটিলতা দেখা দিলেও বর্তমানে মিটেছে সেই সমস্যা। বর্তমানে মরসুমের প্রথম ডার্বি ম্যাচে দলের ডাগ আউটে রয়েছেন অস্কার।

   

উল্লেখ্য,ভারতীয় ফুটবলে নতুন নন এই স্প্যানিশ কোচ। আইলিগের ক্লাব স্পোর্টিং ক্লুব গোয়ার পাশাপাশি মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি। তবে শেষ মরসুমে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থেকে ও যথেষ্ট সাফল্য পেয়েছেন অস্কার।

সবকিছু মাথায় রেখেই তাকে দলের দায়িত্ব দিয়েছে ময়দানের এই প্রধান। বর্তমানে তাঁর হাত ধরেই সুদিন ফেরানোর স্বপ্ন দেখছে আপামর লাল-হলুদ জনতা।

হিসাব অনুযায়ী গত কয়েকদিন আগেই তাঁর শহরে আসার কথা থাকলেও ভিসা জনিত সমস্যায় সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডার্বির দিনেই এসেছেন শহরে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে ইন্ডিয়ান সুপার লিগের একটি মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আজ ভোরের দিকে আমি শহরে পা রেখেছি। তারপর বিশ্রাম নিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছি। “

অস্কার আরও বলেন, “আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা করেছি। গত ম্যাচের পর বেশকিছুদিন সময় দল অনুশীলন করেছে। আশা করি এই ম্যাচে ছেলেরা যথেষ্ট সাবলীল পারফরম্যান্স দেবে।” এছাড়াও সেই মাধ্যমের তরফে ডার্বি জিতে ফ্যান ফেভারিট হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়।

তিনি আরও যোগ করেন, “দলের ফুটবলাররা সব সময় ফ্যান ফেভারিট। মাঠের মধ্যে তাঁরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমি তাঁদের দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। খুব অল্প সময় আমি পেয়েছি। তবে এই ম্যাচের আগে প্রত্যেক ফুটবলারের সঙ্গে কথা হয়েছে‌। সকলেই নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে রয়েছে।”