দল বদলের মরসুম শুরু হওয়ার আগে থেকে চলছে জল্পনা, ছড়িয়ে পড়ছে গুজব। কিন্তু জল্পনা হয়তো আগামী দিকে সত্যি হবে। অনেক জল্পনা হয়তো মিলবে না বাস্তবের সঙ্গে। সম্প্রতি নাওরেম মহেশ সিংকে (Naorem Mahesh Singh) কেন্দ্র করে কানাঘুষো কিছু কথা শোনা যাচ্ছে।
ইস্টবেঙ্গলের হয়ে খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন নাওরেম মহেশ সিং। দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো খেলতে না পারলেও একক মুন্সিয়ানার মহেশ নিজেকে মেলে ধরেছেন। জাতীয় দলের হয়ে এখন খেলছেন নিয়মিত। তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ইস্টবেঙ্গলকে বিদায় জানাতে পারেন নাওরেম মহেশ। সত্যি কি তাই?
কোথাও কোথাও দাবি করা হচ্ছে, ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিংকে দলে নিশ্চিত করার চেষ্টায় রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের অপর ক্লাব মুম্বাই সিটি এফসি। এমনও কেউ কেউ দাবি করছেন যে মহেশের কলকাতা ছেড়ে মুম্বাই যাওয়ার ব্যাপারে কথাবার্তা অনেক দূর নাকি এগিয়েছে। এই সমস্ত দাবির সত্যতা কতটা?
কলকাতা ছেড়ে মহেশ মুম্বাই যাবেন, এরকম নিশ্চিত খবর এখনও পাওয়া যায়নি। মহেশ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলার। লাল হলুদ কর্তারা চাইবেন আগামী মরসুমেও মহেশ তাঁদের ক্লাবের হয়েই খেলুক। বিশেষ ইস্টবেঙ্গলের সামনে আগামী মরসুমে আরও বড় পরীক্ষা রয়েছে। কলিঙ্গ সুপার কাজ জেতার সুবাদে এশিয়ান টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্কোয়াড হতে হবে ভারসাম্য যুক্ত ও শক্তিশালী। মহেশকে বিদায় জানানোর মতো সিদ্ধান্ত লাল হলুদ কর্তারা নেবেন বলে এখনও মনে হচ্ছে না।