খেলা থাক বা না থাকতে, মোহনবাগান ও ইস্টবেঙ্গল (East Bengal) তরজা বারো মাসের। ইন্ডিয়ান সুপার লীগের কলকাতা ডার্বির পর আলোচনা শুরু হয়েছিল নতুন প্রজন্মকে কেন্দ্র করে। ছোট্ট রাজর্ষি এখন সবুজ মেরুন সমর্থকদের নতুন প্রজন্মের কান্ডারী। ইস্টবেঙ্গলও কিন্তু পিছিয়ে নেই। তৈরি হচ্ছে তাদের আগামী প্রজন্ম।
বিগত কয়েক দিনে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল মোহনবাগান সমর্থক রাজর্ষির একটি ভিডিও। বয়সে ছোটো হলেও সে যে ইতিমধ্যে ক্লাবের ভক্ত হয়ে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরপর বাগানের পক্ষ থেকে রাজর্ষিকে সম্বর্ধনা দেওয়া হয়। মাঠে নিয়ে এসে আলাপ করানো হয় কোচ ও ফুটবলারদের সঙ্গে। পছন্দের ক্লাবে এসে বেজায় খুশি হয়েছিল রাজর্ষি। মোহন বাগান সুপার জায়ান্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রাজর্ষিকে নিয়ে পোস্ট করা হয়েছিল একটি ভিডিও।
𝑰𝒔𝒌𝒂 𝒏𝒂𝒂𝒎 𝒉𝒂𝒊 𝑴𝒐𝒉𝒖𝒏 𝑩𝒂𝒈𝒂𝒏!
Creating core memories with little Rajrishi 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/M2LLBu3Z3a
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 8, 2024
এরপর অন্য এক খুদের ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটাকে অবশ্য ভাইরাল ভিডিও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ভিডিওটা চোখে পড়ার মতো। এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি মেয়েকে। মেয়েটির চারপাশে রয়েছেন জনা কয়েক ব্যক্তি। তারা মজার ছলেই বলছে, জয় মোহনবাগান। কিন্তু সেই ছোটো মেয়েটি মোহনবাগানের কথা মুখেও আনেনি। তার মুখে শুধু জয় ইস্টবেঙ্গল। ভিডিওটা দেখে নিন –
Emotion – loyalty – Love #JoyEastBengal @eastbengal_fc @IndSuperLeague @IndianFootball @QEBNA pic.twitter.com/6xOXviKhXU
— Abhijit paul (@abhijitfloyd) February 9, 2024