থাইল্যান্ডে ছুটির মেজাজে লাল-হলুদের এই তারকা ডিফেন্ডার

নয়া সিজনে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে বিদেশি ডিফেন্ডারের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। সেক্ষেত্রে ইউরোপের পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার একাধিক ফুটবলারের দিকে নজর…

East Bengal’s Kevin Sibille Enjoys Thailand Holiday

নয়া সিজনে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে বিদেশি ডিফেন্ডারের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। সেক্ষেত্রে ইউরোপের পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার একাধিক ফুটবলারের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। তবে সময় এগোনোর সাথে সাথেই ব্যাপক জোড়ালো হয়ে উঠতে শুরু করেছিল কেভিন সিবিলের (Kevin Sibille) নাম। শেষ কয়েক মরসুমে যথেষ্ট প্রভাবশালী ফুটবল খেলেছিলেন এই আর্জেন্টাইন তারকা। সেই কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত তাঁকে দলে টেনে নেয় ময়দানের এই প্রধান। তারপর শহরে আসার পর থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন তিনি।

Also Read | ডোনারুম্মাকে দলে জুড়ল ম্যানসিটি, এডারসন ফেনারবাচে-হইলুন্ড নাপোলিতে

   

গত জুলাইয়ে শেষের দিকে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে প্রথম থেকেই অনবদ্য ফুটবল খেলেছিলেন এই বিদেশি ডিফেন্ডার। দলের রক্ষণভাগ সমাজ দেওয়ার দক্ষতার পাশাপাশি প্রয়োজন মত আফরেন্টে উঠে আসার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছেন তিনি। যা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। বলাবাহুল্য, কেভিনের দাপুটে ফুটবলের দরুন অনায়াসেই ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বের একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দল পৌঁছে গেছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে।

Also Read | সম্ভবত মঙ্গলেই সুপ্রিয় রায়ে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ

Advertisements

পূর্ণ সময় শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মশাল ব্রিগেড। একটা সময় দুই গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পাল্ট আক্রমণ করতে ছাড়েনি সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধের পঞ্চম কোয়ার্টারে ব্যবধান কমাতে সক্ষম হলেও সমতায় ফিরে আসতে পারেনি মোহনবাগান। এক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেভিন সিবিলের। তাঁর অনবদ্য ক্লিয়ারেন্স যথেষ্ট প্রশংসা পেয়েছিল সকলের কাছে। তবে ডুরান্ড কাপ জয় করা সম্ভব না হলেও আসন্ন টুর্নামেন্ট গুলিতে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে যাবে সুপার কাপ।

তার আগে বর্তমানে ছুটির মুডে রয়েছেন দলের ফুটবলাররা। বাদ জাননি কেভিন সিবিলে। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি আপলোড করেন এই আর্জেন্টাইন তারকা। যেখানে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। যা সহজেই নজর কেড়েছে সকল সমর্থকদের।