অনুশীলনে অনুপস্থিত হেক্টর, নাজমেহ ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা

গত মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে। নির্ধারিত সময়ের…

Hector Yuste East Bengal Oscar Bruzon

গত মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে। নির্ধারিত সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে জয় নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড। গোটা ম্যাচ জুড়ে দলের আক্রমণ ভাগের ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট সতেজ থেকেছে দলের রক্ষণভাগ। কিন্তু মাঝপথেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে (Hector Yuste)। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলে দিয়েছিল সকলকে।

Also Read |  East Bengal FC : লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করেই বড় বার্তা সৌভিক, আনোয়ারের 

   

পরবর্তীতে মহম্মদ রাকিপকে মাঠে নামান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন। যারফলে কিছুটা হলেও নড়বড়ে হয়ে পরে লাল-হলুদের রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়েই প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল প্রতিপক্ষ দল। যদিও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। শেষ পর্যন্ত চার গোলেই জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। কিন্তু হেক্টর ইউস্তের পরিস্থিতি নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। যদিও ম্যাচ শেষে সেই নিয়ে মুখ খুলতে চাননি লাল-হলুদ কোচ।

Also Read | Mohun Bagan SG : মনবীরের গোলে এগিয়ে বাগান, খেলায় ফিরতে মরিয়া চেষ্টা হায়দরাবাদের 

তবে বসুন্ধরা ম্যাচ জয়ের পর বুধবার গোটা দল রিকভারি সেশনে উপস্থিত থাকলে ও এদিন দেখা যায়নি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। বিশেষ সূত্র মারফত খবর, আজ সেই চোটের স্থান পরীক্ষা করতে গিয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। যারফলে আগামী ১লা নভেম্বরে নেজমেহ এফসির বিপক্ষে আদৌ খেলতে পারবেন কিনা তা পুরোটাই নির্ভর করছে ‘এমআরআই’ রিপোর্টের ভিত্তিতে।

Also Read | এল ক্লাসিকো অতীত! এই ৫ তরুণের কাঁধেই রয়েছে বার্সার ভবিষ্যৎ 

বর্তমানে যা পরিস্তিতি তাতে পরবর্তী রাউন্ডে স্থান করে নিতে হলে লেবাননের এই ক্লাবের বিরুদ্ধে জয় পেতেই হবে লাল-হলুদকে। সেইমতো নিজের একাদশ সাজাতে চাইবেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ।