এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল-হলুদের প্রাক্তন তারকা তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরাকে (Harmanjot Singh Khabra)। পরবর্তীতে তার চোট পরীক্ষা করে জানা যায় প্রথম লেগে আর মাঠে ফেরা সম্ভব হবে না এই তারকার। যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা ছিল গোটা দলের কাছে। তবুও নিজেদের সীমিত শক্তি দিয়েই নিজেদের একাদশ সাজিয়েছিলেন কুয়াদ্রাত। এমনকি এবারের কলিঙ্গ সুপার কাপে ও দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তিনি।
তবে এবারের এই আইএসএলের দ্বিতীয় লেগের মধ্যেই এবার দলে ফিরছেন এই দাপুটে ফুটবলার। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে গোটা দলকে। যতদূর জানা গিয়েছে, আগামীকাল কলকাতার বুকে পা রাখছেন হরমনজোত সিং খাবরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার উপস্থিতিতে দল যে এবার আরও অনেকটাই শক্তিশালী হবে তা কিন্তু বলাই চলে। সব ঠিকঠাক থাকলে আগামী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে দেখা যেতে পারে এই তারকাকে। যা নিঃসন্দেহে খুশির খবর দলের সমর্থকদের জন্য।
পূর্বে ও লাল-হলুদ জার্সিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন খাবরা। ডার্বি জয়ের পাশাপাশি একাধিক ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান থেকেছে এই ফুটবলারের। তাই সবদিক মাথায় রেখে এই মরশুমের শুরুতে তাকে দলে নিয়েছিল ম্যানেজমেন্ট। তবে ডুরান্ড কাপের পর খুব একটা সক্রিয় থাকতে পারেননি তিনি। চোটের সমস্যায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এই তারকাকে। তবে এবারের এই লেগে আদৌও কতটা সফল হন সেটাই দেখার।