ডার্বি জিতে আবেগপ্রবণ দেবজিত, সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা সৌভিকের

গত রবিবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল দুই প্রধান। ই স্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে ছিনিয়ে নেয়…

Debjit Majumder

গত রবিবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল দুই প্রধান। ই স্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে জোড়া গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস।

যারফলে এবার সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই নিয়ে যথেষ্ট খুশি সকল সমর্থকরা। উল্লেখ্য, এবারের এই ডুরান্ডের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে অস্কার ব্রুজোর ছেলেদের। বিরাট বড় ব্যবধানে সাউথ ইউনাইটেড এফসিকে পরাজিত করার পর নামধারী এফসির রক্ষণাত্মক ফুটবলে ও ফাটল ধরিয়ে ছিল দল।

   

তারপর তৃতীয় ম্যাচে বায়ুসেনা দলের বিপক্ষে ও এসেছিল জয়। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। কিন্তু হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে থেকেই খাতায় কলমে অনেকটা পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল শিবির। কিন্তু কথায় আছে ডার্বির কাছে কোনও হিসেবে নিকেশ টেকে না। সেটাই হয়েছে রবিবার। চমকপ্রদ ফুটবল খেলে যুবভারতীর বুকে মশাল জ্বালিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির এই প্রধান। এই অনবদ্য জয় নিয়ে বর্তমানে যথেষ্ট আবেগপ্রবণ দলের অধিকাংশ ফুটবলার। আজ ডার্বি ম্যাচের ছবি আপলোড করে দলের গোলরক্ষক দেবজিত মজুমদার লেখেন, ” জয় ইস্টবেঙ্গল, জয় লাল-হলুদ! সমর্থকদের কাছে আমরা চিরকাল ঋণী থাকব। এবার আমাদের কিছু ফিরিয়ে দেওয়ার পালা!এই জয় সমগ্র লাল-হলুদ পরিবার আমাদের বীর যোদ্ধা রশিদকে উৎসর্গ করল। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু।”

Advertisements

দেবজিত একানন। ম্যাচের পর গতকাল রাতে নিজের সোশ্যাল সাইটে ম্যাচের ছবি আপলোড করে সৌভিক চক্রবর্তী লিখেছিলেন, ” আমি আমার ফুটবল জীবনে অনেক বড় ম্যাচের সাক্ষী থেকেছি। তবে নিঃসন্দেহে বলতে পারি আজকের জয়টি শুধুমাত্র একটি ডার্বি জয় নয়; এটি আমাদের বিশ্বাসের জয়, সংহতির জয়, ক্লাবের জন্য আবেগের জয়। আমাগো সমর্থকেরা আবারও আজ বুঝিয়ে দিয়েছেন এই আবেগ, এই ভালোবাসা সমস্ত জেতা-হারার ঊর্ধ্বে। আমাগো প্রিয় লাল-হলুদ সমর্থক ও আমার পরিবারের পাশাপাশি আজকের জয়টি আমরা সকলে মিলে আমাদের সতীর্থ রশিদকে উৎসর্গ করতে চাই। এই কঠিন সময়ে আমরা এই ভাবেই তোমার পাশে আছি বন্ধু। তুমি একজন প্রকৃত যোদ্ধা।”