লাল-হলুদ সমর্থকদের জন্য সুখবর, মহেশের সঙ্গে চুক্তি বাড়াল ক্লাব

naorem mahesh

আগামী ২৫ তারিখ থেকে আইএসএল অভিযান শুরু করতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জামশেদপুর এফসি। গতবারের মতো এবারও তাদের সাথে খেলেই টুর্নামেন্ট শুরু করবে ময়দানের এই প্রধান। সেই জন্য গত কয়েকদিন ধরেই কোচের নির্দেশ মেনে ব্যাপক অনুশীলন চালাচ্ছে গোটা দল।

তার আগেই এবার সুখবর উঠে আসল দলের সমর্থকদের কাছে। বর্তমানে লাল-হলুদ ব্রিগেডের অন্যতম ভরসাযোগ্য তারকা নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। ঘন্টাকয়েক আগেই সরকারিভাবে তাদের তরফ থেকে ঘোষণা করা হয় এটি। সেই অনুসারে চলতি মরশুমের পরে আরও তিনটি মরশুম ময়দানের এই প্রধানের জার্সিতেই খেলতে দেখা যাবে এই তরুণ তারকাকে। যা দেখে অত্যন্ত খুশি আপামর লাল-হলুদ জনতা।

   

উল্লেখ্য, গত আইএসএল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও যথেষ্ট ঝলমলে থেকেছেন এই তরুণ উইঙ্গার। যারফলে, নতুন মরশুমের আগে থেকেই আইএসএলের একাধিক ক্লাবের নজর ছিল এই নাওরেম মহেশের দিকে। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস দল ও একটা সময় মহেশকে নিতে চেয়েছিল বিপুল অর্থে। তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা। অবশেষে আজ কিছুক্ষণ আগে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার ঘোষণা করে দেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

তবে এবারের কিংস কাপের শেষে দেশে ফেরার পর লাল-হলুদ তাঁবুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল এই তারকাকে। যা দেখে চিন্তায় ছিল দলের সমর্থকরা। তবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়, সম্পূর্ণ সুস্থ রয়েছেন এই দেশীয় ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন