এবার আইএসএলের পরবর্তী রাউন্ডের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের (East Bengal)। বর্তমানে পয়েন্ট টেবিলের যে পরিস্থিতি দেখা দিয়েছিল, সেই অনুযায়ী টুর্নামেন্টের লড়াইয়ের টিকে থাকতে হলে শেষ তিনটি ম্যাচ জিততেই কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। কেরালা এবং বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় আসলেও পাঞ্জাবের কাছে আটকে গেলেন লাল-হলুদের ফুটবলাররা।
নির্ধারিত সুচি অনুসারে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ বিকেলে মুখোমুখি হয়েছিল দুই দল। একদিকে এবারের এই ফুটবল টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসি অন্যদিকে ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। শুরুটা যথেষ্ট ভালো হলেও তা ধরে রাখা সম্ভব হলো না মহেশদের।
পুরো সময়ের শেষে ১-৪ গোলের ব্যবধানে পরাজিত হল এবারের সুপার কাপ জয়ীরা। আজ পাঞ্জাবের হয়ে জোড়া গোল করেন উইলমার জর্ডন গিল। এছাড়াও একটি করে গোল করেন মাদিহ তালাল এবং লুকা মাজেন। অন্যদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে একটি মাত্র গোল করেন সায়ন ব্যানার্জী। আজকের এই পরাজয়ের ফলে প্রথম ছয়ের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল ক্লাব। যা নিয়ে কিছুটা হলেও হতাশা থাকবে দলের সমর্থকদের মধ্যে। আসলে গত ম্যাচে গোলরক্ষক প্রভসুখান সিং গিল এবং মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীর কার্ড দেখায় আজ মাঠে নামা সম্ভব হয়নি তাদের কারুর।
FULL-TIME
The #Shers finish the season on a high with the best win of their debut #ISL campaign#PunjabDaJosh #PFCEBFC pic.twitter.com/xbkf3wsg9Y
— Punjab FC (@RGPunjabFC) April 10, 2024
তাদের মাঠে না থাকার প্রভাব যথেষ্ট ভোগাল লাল-হলুদ ব্রিগেডকে। এবার নিজেদের সমস্ত কিছু শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে কুয়াদ্রাতের ছেলেদের। তবে অন্যান্য মরশুমের তুলনায় এবার দলের যে পারফরম্যান্স তা অনেকটাই স্বস্তি দেবে সমর্থকদের।