East Bengal: কুয়াদ্রাত প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য এই লাল-হলুদ তারকার

Carles Cuadrat and Cleiton Silva posing for a photo with East Bengal jerseys.

বহু দিনের বহু জল্পনার অবসান ঘটিয়ে গত ২৫শে এপ্রিল নিজেদের দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। সেই অনুসারে আগামী দুই বছরের চুক্তিতে কলকাতার এই প্রধানের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যার হাত ধরে একটা সময় আইএসএল বিজয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

Advertisements

এমনকি তাদের দলের ফেড কাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি সুপার কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল বেঙ্গালুরু দলের। পরবর্তী সময় তিনি ডেনমার্কের একটি ক্লাবে চলে গেলেও এবার ফের তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

   

সেইকথা সামনে আসতেই রীতিমতো উৎসবের আমেজ ধরা দেয় লাল-হলুদ সমর্থকদের মধ্যে। তবে শুধুমাত্র দলের সমর্থকরাই নয়, খুশির আবহ দেখা দেয় খোদ দলের অন্দরে। কার্লোস কুয়াদ্রাতের আসার খবর কানে আসতেই নিজের সোশ্যাল সাইট থেকে কোচের নাম মেনশন করে হ্যাপি ইমোজি পোস্ট করেন এই ব্রাজিলিয়ান তারকা। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে তার আশায় যথেষ্ট সন্তুষ্ট দলের ফুটবলাররা। এবার কোচ প্রসঙ্গে মুখ খুললেন ক্লেটন। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচ কার্লোস কুয়াদ্রাতের যা অভিজ্ঞতা রয়েছে তাতে লাল-হলুদ যথেষ্ট লাভবান হবে। এছাড়াও কোচ হিসেবে তিনি যেমন সফল, ঠিক তেমনই ভারতীয় ফুটবল সম্পর্কে ও যথেষ্ট অভিজ্ঞ। তার এই অভিজ্ঞতাই দলকে অনেকটা এগিয়ে রাখবে।

বলাবাহুল্য, কার্লোস কুয়াদ্রাত লাল-হলুদে নতুন হলেও ক্লেটন সিলভা তার পুরোনো ছাত্র। পূর্বে বেঙ্গালুরু এফসি তে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে ম্যাচ খেলেছেন এই তারকা ফুটবলার। যারফলে, কোচের স্ট্রাটেজি থেকে শুরু করে ভাবনা চিন্তা বুঝতে খুব একটা যে সমস্যা হবে না দলের খেলোয়াড়দের তা বলাই চলে। তার এই অভিজ্ঞতায় ইস্টবেঙ্গল আদৌ কতটা সফল হয় এখন সেটাই দেখার। উল্লেখ্য, গত আইএসএলে মোট ১২ টি গোল এসেছে দলের এই তারকা ফুটবলারের পা থেকে। যারফলে, গোল্ডেন বুটের লড়াইয়ে ও যথেষ্ট এগিয়ে ছিলেন তিনি। তবে টুর্নামেন্টের পরে ক্লাবের তরফ থেকে তাকে রিলিজ করার কথা থাকলেও অনবদ্য পারফরম্যান্সের দরুন আরও একবছর তার সঙ্গে চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল। সেজন্য আগামী মরশুমে চেনা জার্সিতেই খেলতে দেখা যাবে ক্লেটন সিলভা কে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements