Cleiton Silva : কোচ বদলে ‘ভালই হয়েছে’ বলে মত সিলভার

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রথম জয়। আগের ম্যাচে ড্র করেছিল দল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এই প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভাও…

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রথম জয়। আগের ম্যাচে ড্র করেছিল দল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এই প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভাও ( Cleiton Silva )এই প্রথম নিজামের শহরের বিরুদ্ধে গোল করেছেন। ISL এর অন্যান্য দলের বিরুদ্ধে সিলভার গোল থাকলেও হায়দরাবাদের বিরুদ্ধে কখনও গোল পাননি তিনি। শনিবার সেই শূন্যস্থান পূরণ করেছেন ইস্টবেঙ্গলকে পুরো পয়েন্ট এনে দেওয়ার মাধ্যমে।

বিগত কয়েক মরসুমে ইস্টবেঙ্গলের খেলা থেকে কার্যত নিরুদ্দেশ ছিল ফাইটিং স্পিরিট। দলের ফলাফল পরের কথা, ফুটবলারদের শরীরী ভাষা ছিল না নির্ভরতা যোগানোর মতো। পরিস্থিতি বদল করতে ফের কোচ, কোচিং স্টাফ বদল করে লাল হলুদ ম্যানেজমেন্ট। এবার হয়তো কাজ হয়েছে, মনে করছেন ক্লেটন সিলভা নিজেও।

   

Cleiton Silva

হায়দরাবাদকে ২-১ গোল হারানোর পর সিলভা বলেছেন, “দলের মানসিকতায় অনেক বদল এসেছে। গত মরসুমে যে মানসিকতা ছিল, এই মরসুমে তার চেয়ে অন্যরকম মানসিকতা নিয়ে খেলছি আমরা। নতুন কোচ ও সাপোর্ট স্টাফ আসায় এই পরিবর্তন হয়েছে। এতে ভালই হয়েছে এবং আশা করি, আরও ভাল হবে।”

সিলভার মতো ইস্টবেঙ্গল সমর্থকরাও এই একই আশা করেছেন। প্রধান কোচ Carles Cuadrat ইতিমধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কোচ আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে দলের খেলা আরও শোধরাবে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের শেষ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ইস্টবেঙ্গলকে পুরো পয়েন্ট এনে দিয়েছেন সিলভা। ” ওপেন প্লে থেকেও গোল করে জিততে হবে “, বলেছেন কোচ।