ISL টুর্নামেন্টে শুরু সময় থেকেই বিনিয়োগকারী এসসি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল টিম মাঠে লাল হলুদ জনতাকে হতাশ করলেও, ইস্টবেঙ্গল ক্লাব দল কলকাতা হকি লিগের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিলো, দুরন্ত পারফরম্যান্সের জোরে।
এসসি ইস্টবেঙ্গল ফুটবলারেরা দেশের পয়লা নম্বর ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুখ থুবড়ে পড়লেও ইস্টবেঙ্গল ক্লাব হকি টিম কলকাতা হকি লিগে লাল হলুদ জনতাকে নিজেদের প্রথম ম্যাচে একেবারেই হতাশ করলো না। হকি লিগের প্রথম ম্যাচে, তারকা খচিত ইস্টবেঙ্গল ক্লাব হকি টিম মঙ্গলবার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, খালসা ব্লু’সকে ৪-০ গোলে পরাজিত করে কলকাতা হকি লিগে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করলো।
ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে গোল করেন মনিন্দর সিং’র জোড়া গোল এবং হরজিত সিং ও প্রভজোত সিং একটি করে গোল করেছে। কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গল দলের পরের খেলা ২৫ ফেব্রুয়ারী, শুক্রবার FCI’র বিরুদ্ধে। খেলা হবে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ৩.১৫ মিনিট থেকে।
প্রসঙ্গত, ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের (ISL)মরসুমে লিগের লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সিতে সেটে রয়েছে। মাত্র এক ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল জিতেছে। চলতি মরসুমে ISL টুর্নামেন্ট শুরুর সময় থেকে টানা ৮ ম্যাচে হারের মুখ দেখে লাল হলুদ ব্রিগেড কোচ বদল করে।
আলেহান্দ্রো মেনন্দেজ গার্সিয়ার বদলে তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’র হাত হয়ে এখন এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা। রিভেরার কোচিং জমানায় প্রথম ম্যাচে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে ISL সেশনের মাঝপথে এসে প্রথম বহু কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেয়েছিল লাল হলুদ জনতা। ব্যস ওইই পর্যন্তই!
লিগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের লজ্জার কলঙ্ক লাল হলুদ জার্সিতে রয়েই গিয়েছে। ISL টুর্নামেন্টে “লাস্ট বয়” লাল হলুদ শিবির উল্টো পিঠে লাল হলুদ জার্সি শরীরে সেটে কলকাতা হকি লিগের প্রথম খেলাতেই জয় ছিনিয়ে নিলো।