
ভারতে ইস্টবেঙ্গল (East Bengal) কবে খেলতে নামবে সেটা এখনও স্পষ্ট নয়,কিন্তু ইতিমধ্যে ইংল্যান্ডে লাল হলুদের কোর্টে বল গড়ানো শুরু হয়ে গেলো। শনিবার ইংল্যান্ডের মাটিতে খেলতে নামলো ইস্টবেঙ্গল, তাও আবার ডার্বি ম্যাচে।
হেরিটেজ বেঙ্গল গ্লোবালের তরফে আয়োজন করা হয়েছিল এই ডার্বি ম্যাচ। আর্বার পার্কে এসএনইউ ইন্ডিয়ান ফ্যান অ্যালিয়ান্স (আইএফএ) শিল্ডে চেস সলিসিটর্স মোহনবাগানের মুখোমুখি হয়েছিল কালার্স অফ ইন্ডিয়া ইস্টবেঙ্গল ফ্যানস টিম।ম্যাচ জেতে লাল হলুদ।
ম্যাচের রেফারির ভূমিকায় ছিলেন অতীতের ময়দান কাপানো তারকা চিমা ওকোরি।আসলে যার হাতে ছিলো ম্যাচ পরিচালনা করার দায়িত্ব, তার শেষ মুহূর্তে কোভিড হয়,এরফলে তিনি উপস্থিত থাকতে না পারায় চিমা নেমে যায় মাঠে।এদিন অমিত কুমারের গাওয়া আইএফএ শিল্ড ইউকে – ২০২২ থিম সং’ও প্রকাশ করেন তিনি।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










